Exit Poll 2024
(Source: Poll of Polls)
Gold Price: ইদের দিনে কমল সোনার দাম! কলকাতায় কত মূল্যে বিকোচ্ছে?
মধ্যবিত্তদের জন্য কিছুটা স্বস্তি। ইদের দিনে কিছুটা কমল সোনার দাম। ২৯ জুন দেশের অনেক শহরেই সোনার দাম নামল ৫৯ হাজারের নিচে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোনার সঠিক দাম বিনিয়োগকারীদের সঠিক বিনিয়োগে সাহায্য করে বা নিছক ব্যবহারের জন্য এই মূল্যবান ধাতু কেনার ক্ষেত্রে সাহায্য করে।
আজ পাকা সোনার বাট (৯৯৫০/ ২৪ ক্যাঃ ১০ গ্রাম) এর দাম ৫৮৬৫০ ।
খুচরো পাকা সোনা (৯৯৫০/ ২৪ ক্যাঃ ১০ গ্রাম) এর দাম ৫৮৯৫০।
হলমার্ক সোনার গহনা (৯১৬/ ২২ ক্যাঃ ১০ গ্রাম) এর দাম ৫৬০৫০।
উল্টো রথের দিনেও কমেছিল সোনার দাম। ১০ গ্রাম হলুদ ধাতুর দাম এদিন প্রায় ৩৫০ টাকা কমেছে।
সম্প্রতি মার্কিন ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েল হার বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছেন। এমন ইঙ্গিত পাওয়ার পর থেকে অর্থনীতির তথ্যগুলির উপর চোখ ছিল বিনিয়োগকারীদের। পলিসি রেট বৃদ্ধির সম্ভাবনা জোরদার হওয়ায় কমছে সোনার দাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -