Gold Price Today: বুধে বেড়েছে সোনার দাম ? আজ কিনলে কত টাকা লাগবে ? দেখুন প্রাইস লিস্ট
লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। গতকাল মঙ্গলবারের তুলনায় আজ বুধবার আরও বাড়ল সোনার দাম (Gold Price Today)। কত হল দাম ? কতটা বাড়ল ? দেখে নিন রেটচার্টে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গলবারের তুলনায় বুধবার দাম আরও বেড়ে যায় সোনার। সেই তুলনায় বুধবার ২৪ ক্যারেট সোনার দাম ১৫ টাকা বেড়ে হয়েছে ৬৪৩৭ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১০৫ টাকা বেড়ে হল ৬২১৮ টাকা।
সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। যেখানে ৬২১৮ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৮৫৮ টাকা।
আজ মঙ্গলবারের বাজারে দাম (Gold Price Today) গতকালের রেটের থেকে বেড়েছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম বেড়েছে। অন্যদিকে, রুপোর দাম আজ অনেকটা কমেছে, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৭২০৮৭ টাকা।
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।
সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -