Gold Silver Price: আজ কি ফের বাড়ল সোনা-রুপোর দাম?

Gold-Silver Price: রোজই বদলায় সোনার দাম, বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত?

সোনা-রুপোর সঠিক দাম কত?

1/8
রোজই বদলায় সোনার দাম, বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে, দাম ঠিক না ভুল?
2/8
আজকের দর (২২ অগাস্ট, ২০২৩) মঙ্গলবার, সপ্তাহের শুরুতে কোথায় পৌঁছল সোনার দাম? কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Indicative Hallmark Gold Jewellery ) (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৮৪৩ টাকা।
3/8
এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৬৪৪ টাকা।
4/8
এদিন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৬৫১ টাকা
5/8
এদিন প্রতি ১ কেজি রুপো (৯৯৯)-এর দাম ৭২,১০৭ টাকা
6/8
সোনা  ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
7/8
সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।
8/8
সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।  
Sponsored Links by Taboola