Gold Silver Price: সোমের শুরুতেই কমল সোনার দাম ? আজ কিনলে কততে পাবেন

Gold Price

1/9
শনিবার সপ্তাহান্তে এসেও দাম বাড়তে দেখা যায় সোনা রুপোর, তবে এবার কিছুটা স্বস্তি পেলেন গ্রাহকরা। সোনার দাম খানিক কমল। আজ সোমবার সপ্তাহের শুরুতে সোনা কিনতে গেলে কত খরচ হবে গ্রাহকের ? দেখে নিন রাজ্যজুড়ে আজ কত রেট সোনার ?
2/9
শনিবারের দামের থেকে সোমবার সপ্তাহের শুরুতে এসে দাম খানিক কমতে দেখা যায়। আগের সপ্তাহে শুক্রবার সকালের থেকে বিকেলে সোনার দাম প্রতি গ্রামে বেড়েছিল কিছুটা। শনিবার সেই দামের থেকেও খানিক বাড়ে।
3/9
সেই তুলনায় সোমবার ২৪ ক্যারেট সোনার দাম ৫ টাকা কমে হয়েছে ৬৩২৮ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৫ টাকা কমে হল ৬১১৩ টাকা।
4/9
সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। যেখানে ৬১১৩ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৭৫৮ টাকা।
5/9
আজ সোমবারের বাজারে দাম (Gold Price Today) গতকালের রেটের থেকে কমেছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম কমেছে। অন্যদিকে, রুপোর দাম আজ আবার কমেছে কিছুটা, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৭০৯৮৭ টাকা।
6/9
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
7/9
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
8/9
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
9/9
আজ সোমবারের বাজারে দাম (Gold Price Today) গতকালের রেটের থেকে কমেছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম কমেছে। অন্যদিকে, রুপোর দাম আজ আবার কমেছে কিছুটা, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৭০৯৮৭ টাকা।
Sponsored Links by Taboola