Gold Price Hike: আজ বিক্রি করলে লাভ পাবেন, রাজ্যে কত চলছে সোনার দর ?
রোজই একটু একটু করে কমছে গয়নার সোনার দাম। আজ বাংলায় সোনার দাম কত? কিনতে গেলে কত ? আর বিক্রি করতে গেলেই বা কত দাম পাবেন ? জানাল, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু প্রতিদিনের দর জানতে ক্লিক করুন এবিপি লাইভে।
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
আজকে সোনার দর কত (১ জুলাই, ২০২৪) ? সোনা ওজন দাম (টাকায়) ২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭১৩৫ ২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৮১৪ ২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৬৪৯৩ ১৮ ক্যারেট ১ গ্রাম ৫৬০১ রুপো (৯৯৯) ১ কেজি ৮৭৭৬৬
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।
সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ।
বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -