Gold Silver Price : বছর শেষে বিয়ে ? সোনার গয়না কেনার এটাই উত্তম সময় ! জেনে রাখুন আজকের দাম
এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে জানানো হচ্ছে আজকের বাজারদর। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন।এঁরাই ঘোষণা করেন বাংলায় প্রতিদিন সোনার দাম কত উঠল, কত নামল।
ক্যারাট অনুসারে সোনার দাম বদলায়। ক্যারাট যত কম, সোনায় খাদ তত বেশি। সব থেকে খাঁটি সোনা হল ২৪ ক্যারাট সোনা। তারপর ২২ ক্যারাট। তারপর ১৮ ক্যারাট।
বুধবারের বাজারদর বলছে,কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৮৪১ টাকা। 24 carats (999) লেখা হলে সেটি সবচেয়ে খাঁটি সোনা।
এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৬৪২ টাকা। এদিন ২২ ক্যারেটের সোনা বেচতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩১৫ টাকা।
এদিন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৬৪৯ টাকা। ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭০০১০ টাকা সোনা ও রূপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
একেবারে খাঁটি সোনা এতটাই নরম হয় যে তা দিয়ে গয়না বানানো যায় না। ফলে গয়নার সোনা পুরোপুরি খাঁটি হয় না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -