Sawan 2023: শ্রাবণে শুধু সোমবার নয়, বুধবারও সমান গুরুত্বপূর্ণ, ছোট্ট নিয়ম মানলেই তুষ্ট দুই দেবতা
বাংলা ক্যালেন্ডার অনুসারে, ১৮ জুলাই থেকে ১৮ অগাস্ট পর্যন্ত শ্রাবণমাস। এবার শ্রাবণ মলমাস। হিন্দু পঞ্জিকা অনুসারে এবার মাস চলবে অধিক সময় ধরে। শুরু হচ্ছে আজ অর্থাৎ ৪ জুলাই , চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। কিন্তু বাংলার ক্যালেন্ডার আলাদা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহিন্দু পঞ্জিকা মেনে মঙ্গলবার থেকেই শুরু করছেন শ্রাবণ-পালন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, শ্রাবণ চলাকালীন সোমবারের মতো বুধবারগুলিও গুরুত্বপূর্ণ। কারণ বুধবার শিবপুত্র গণেশের পুজোর দিন।
শিব ঠাকুরের আশীর্বাদে গণেশকেই যে কোনও দেবতার আগে পুজো করা হয়। এই বারে এমন অনেক রীতি রয়েছে, যা অনুসরণ করলে,সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
গণেশ সকল দেবতার মধ্যে প্রথম পূজনীয় । শ্রাবণ মাসের প্রতি বুধবার, গণেশকে লাড্ডু অর্পণ করুন। নিয়ম মেনে এটি করতে হবে। পরপর ৭ টি বুধবার এই কাজটি করলে কাঙ্খিত ফল পাওয়া যায় এবং এর সঙ্গে বুধের দোষও দূর হয়।
এই মাসের বুধবারে স্বামী-স্ত্রী মিলে জলে মধু ও সুগন্ধি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে হবে। এতে দাম্পত্য জীবনে মাধুর্য আসবে।
বুধবার অন্তত ১১ বার গণেশ চালিসা এবং গণেশ স্তোত্র পাঠ করুন। নারদ পুরাণ অনুসারে, এটি জীবনের সমস্ত সমস্যা দূর করবে। এছাড়াও, এই প্রতিকার বর্ষা কালে করা হলে এটি আরও ফলদায়ী বলে মনে করা হয়।
প্রথম বুধবার, এই দিনে দুধে জাফরান মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে।
প্রথম বুধবার, এই দিনে দুধে জাফরান মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। ভগবান শিবের উপাসনার মন্ত্র হল 'ওম নমঃ শিবায়'। এর অর্থ হল আমি আমার আরাধ্য ভগবান শিবকে প্রণাম করি। জীবনে সুখ, সমৃদ্ধি এবং সম্পদের জন্য ভগবান মহাদেবের এই মন্ত্রটি জপ করতে হবে।
শিবের মন্ত্র ঘুম থেকে ওঠার সময় বা জেগে থাকা অবস্থায় যে কোনও সময় জপ করা যেতে পারে। এই সমস্ত মন্ত্র জপ করলে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়।
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে ABPLive.com কোনো ধরনের স্বীকৃতি, তথ্য নিশ্চিত করে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -