Gold Rate Today: আজ সোনা কিনলে খরচ কি বেশি হবে ? কত হল সোনার দাম ?
Gold Silver Price: আজ বৃহস্পতিবার লাফ দিয়েছে সোনার দাম। অবিশ্বাস্য লাফ। এবার তবে সাধ্যের বাইরেই চলে গেল সোনা ?
ছবি সৌজন্য- পিটিআই
1/10
এই সপ্তাহের শুরুতে খানিক দাম কমলেও আজ বৃহস্পতিবার এক লাফে অনেকটা বেড়ে গেল সোনার দাম। গ্রাম পিছু প্রায় ১০০ টাকা করে দাম বেড়েছে আজ। ছবি- পিটিআই
2/10
সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। শেয়ার বাজারে আজ যেমন সবুজ গতি দেখাচ্ছে, তেমনই সোনার দামেও লাফ দেখা গিয়েছে। ছবি- পিটিআই
3/10
আজ লক্ষ্মীবারে ২৪ ক্যারাট সোনার দাম বুধবারের তুলনায় বেড়েছে গ্রামে ১২৫ টাকা। আজ দাম হয়েছে ৬৬৭৫ টাকা। ছবি- পিটিআই
4/10
২২ ক্যারাট সোনা অর্থাৎ গহনার সোনার দাম প্রতি গ্রামে কালকের থেকে ১১৬ টাকা বেড়ে হয়েছে ৬৪৪৮ টাকা। ছবি- পিটিআই
5/10
অন্যদিকে ২২ ক্যারাট সোনা আজ বিক্রি করতে গেলে আপনি দাম পাবেন ৬০৭৪ টাকা প্রতি গ্রামে। সোনা কেনার থেকে সোনা বিক্রির দাম অনেকটাই কম। ছবি- পিটিআই
6/10
১৮ ক্যারাট সোনার দাম আজ প্রতি গ্রামে হয়েছে ৫৩১৩ টাকা। আজ সোনার দাম কালকের থেকে বেড়েছে অবিশ্বাস্য হারে। ছবি- পিটিআই
7/10
রুপোর দাম যদিও আজ অনেকটাই সাধ্যের মধ্যে। প্রতি কেজিতে রুপোর দাম কিছুটা বেড়ে হয়েছে ৭৫৫৯১ টাকা। ছবি- পিটিআই
8/10
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। ছবি- পিটিআই
9/10
শোনা যাচ্ছিল সোনার দাম কিছুদিনের মধ্যেই ছুঁয়ে ফেলবে ৭০,০০০ টাকার সীমা। এই দামের আগে খানিক কমেছিল সোনার দাম। তবে এবার কি সাধ্যের বাইরেই চলে যাবে সোনা ? ছবি- পিটিআই
10/10
উপরে উল্লিখিত দামের চার্ট পশ্চিমবঙ্গের স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)-র দেওয়া তথ্যের ভিত্তিতে। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। ছবি- পিটিআই
Published at : 21 Mar 2024 02:21 PM (IST)