Gold Rate Today: আজ সোনা কিনলে খরচ কি বেশি হবে ? কত হল সোনার দাম ?
এই সপ্তাহের শুরুতে খানিক দাম কমলেও আজ বৃহস্পতিবার এক লাফে অনেকটা বেড়ে গেল সোনার দাম। গ্রাম পিছু প্রায় ১০০ টাকা করে দাম বেড়েছে আজ। ছবি- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। শেয়ার বাজারে আজ যেমন সবুজ গতি দেখাচ্ছে, তেমনই সোনার দামেও লাফ দেখা গিয়েছে। ছবি- পিটিআই
আজ লক্ষ্মীবারে ২৪ ক্যারাট সোনার দাম বুধবারের তুলনায় বেড়েছে গ্রামে ১২৫ টাকা। আজ দাম হয়েছে ৬৬৭৫ টাকা। ছবি- পিটিআই
২২ ক্যারাট সোনা অর্থাৎ গহনার সোনার দাম প্রতি গ্রামে কালকের থেকে ১১৬ টাকা বেড়ে হয়েছে ৬৪৪৮ টাকা। ছবি- পিটিআই
অন্যদিকে ২২ ক্যারাট সোনা আজ বিক্রি করতে গেলে আপনি দাম পাবেন ৬০৭৪ টাকা প্রতি গ্রামে। সোনা কেনার থেকে সোনা বিক্রির দাম অনেকটাই কম। ছবি- পিটিআই
১৮ ক্যারাট সোনার দাম আজ প্রতি গ্রামে হয়েছে ৫৩১৩ টাকা। আজ সোনার দাম কালকের থেকে বেড়েছে অবিশ্বাস্য হারে। ছবি- পিটিআই
রুপোর দাম যদিও আজ অনেকটাই সাধ্যের মধ্যে। প্রতি কেজিতে রুপোর দাম কিছুটা বেড়ে হয়েছে ৭৫৫৯১ টাকা। ছবি- পিটিআই
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। ছবি- পিটিআই
শোনা যাচ্ছিল সোনার দাম কিছুদিনের মধ্যেই ছুঁয়ে ফেলবে ৭০,০০০ টাকার সীমা। এই দামের আগে খানিক কমেছিল সোনার দাম। তবে এবার কি সাধ্যের বাইরেই চলে যাবে সোনা ? ছবি- পিটিআই
উপরে উল্লিখিত দামের চার্ট পশ্চিমবঙ্গের স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)-র দেওয়া তথ্যের ভিত্তিতে। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। ছবি- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -