Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Google: জিও-কে টক্কর দিতে মাঠে নামছে গুগল? এয়ারটেলকে সঙ্গী করে কয়েক কোটি ডলার বিনিয়োগ
অ্যালফাবেট ইনকর্পোরেটেডের গুগল এবার ভারতে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করতে চলেছে। ভারতীয় টেলিকম অপারেটের সঙ্গে জোট বেঁধেই এই কাজ করবে গুগল, এমনটাই খবর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতী এয়ারটেলে ১ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করবে সংস্থাটি। ভারতে একচেটিয়া ব্যবসা করা Reliance Industries Ltd-এর ডিজিটাল ইউনিট Jio Platforms এর সঙ্গে টক্কর দিতেই মাঠে নামছে সংস্থা।
ভারতের বাজারে Airtel-এর টেলিকম প্রতিদ্বন্দ্বী Jio। গুগল ইক্যুইটি ডিল এবং টাই-আপের মাধ্যমে পাঁচ থেকে সাত বছরের মধ্যে তার ডিজিটালাইজেশন খাত থেকে এই বিনিয়োগ করবে।
গুগলের এই ঘোষণার পরই Airtel-এর শেয়ার ০.৫৪% বেড়ে ৭১১ টাকা হয়েছে।
তবে পরিকল্পনা সঠিকভাবে এগোলে আগামী সময়ে ভারতে ১০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করার পরিকল্পনার ঘোষণা করেছে সংস্থাটি।
এয়ারটেল জানিয়েছে, আগামী ৫ বছরের জন্য এ চুক্তিটি হয়েছে। এর মাধ্যমে গুগল প্রতিষ্ঠানটির (এয়ারটেল) ১.২৮ শতাংশ মালিকানা অর্জন করবে।
ভারতে ডিজিটাল পরিবর্তনে ক্লাউড ইকো-সিস্টেম গড়ে তোলার লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে দুই সংস্থা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -