Health Insurance Claim: প্রিমিয়াম দিলেও এই কারণে আপনার বিমার টাকা নাও পেতে পারেন !

স্বাস্থ্যবিমা করলেই ক্লেমের টাকা পাবেন ?

1/8
স্বাস্থ্য বিমার জরুরি পরিস্থিতিতে খুব দরকারি। কারণ এটি আপনাকে চিকিৎসা ব্যয়ের বোঝা থেকে বাঁচায়। কিন্তু কখনও কখনও স্বাস্থ্য বিমা নেওয়ার পরেও পলিসি ক্লেমের টাকা নাও পেতে পারেন আপনি।
2/8
এই কারণে মানুষ প্রায়ই বড় সমস্যায় পড়েন। অনেক সময় স্বাস্থ্য বিমা করেও চার ক্লেমের টাকা দেয় না কোম্পানি। সেই কারণে পলিসি নেওয়ার সময় এই ভুলগুলি এড়িয়ে চলুন। না হলে বিপদ বাড়বে।
3/8
অনেক সময় মানুষ পলিসি কেনার সময় বয়স, আয় বা অন্যান্য চিকিৎসা পলিসি সম্পর্কে ভুল তথ্য দেয়। এই কারণে কোম্পানিগুলি তাদের স্বাস্থ্য বিমার ক্লেম খারিজ করে। আগে জেনে নিন এই বিষয়গুলি সম্পর্কে।
4/8
আগের রোগ সম্পর্কে তথ্য না দিলে স্বাস্থ্য বিমার ক্লেম প্রত্যাখ্যান হয়। এটাই অনেক ক্ষেত্রে মূল কারণ হতে পারে। পরে স্বাস্থ্য বিমা কোম্পানি এই ভিত্তিতে দাবি প্রত্যাখ্যান করে।
5/8
প্রতিটি স্বাস্থ্য বিমা পলিসির একটি ওয়েটিং পিরিয়ড থাকে। এই পরিস্থিতিতে আপনি যদি এই সময়ের মধ্যে একটি বিমা ক্লেম করেন তবে আপনার ক্লেম প্রত্যাখ্যান করা হতে পারে।
6/8
আপনি যদি সময়মতো প্রিমিয়াম পরিশোধ না করেন, তাহলে এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিমার দাবি খারিজ হয়ে যায়। সেই কারণে আগে থেকে এই বিষয়গুলি বুঝে নিন।
7/8
প্রতিটি স্বাস্থ্য বিমা পলিসি দাবি করার জন্য একটি সময়সীমা রয়েছে। এই সময়ের পরে যদি একটি ক্লেম দায়ের করা হয়, কোম্পানি সেই দাবি প্রত্যাখ্যান করতে পারে।
8/8
মনে রাখবেন, কোনও স্বাস্থ্যবিমা করার আগে এই ধরনের ভুলগুলি করলে কিন্তু বিপদে পড়বেন। তাি কোনও এজেন্টের সঙ্গে কথা বলার আগে সব বিষয়ে ভাল করে বুঝে নিন। নতুবা সমস্যা বাড়বে।
Sponsored Links by Taboola