Medical Insurance: স্বাস্থ্যবিমা নেওয়ার সময় এই বিষয়গুলো মাথায় রাখুন, না হলে টাকা দিয়েও কাজ হবে না
Insurance : চিকিৎসা বিমা নেওয়ার সময় সঠিক পলিসি বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সঠিক চিকিৎসা পলিসি না নিলে উপকারের পরিবর্তে ক্ষতির মুখে পড়তে হতে পারে।
স্বাস্থ্যবিমা নিয়েও লাভ হবে না, যদি এগুলি না জানেন ?
1/8
আপনি যখন স্বাস্থ্যবিমা নিতে যাচ্ছেন, সবার আগে আপনার পলিসি সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানা উচিত। অন্যথায় পরে ক্ষতির সম্মুখীন হতে পারেন। এমনকী পলিসি নিয়েও আপনার কাজের কাজ কিছুই হবে না।
2/8
স্বাস্থ্য প্রত্যেকের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মানুষ কখন কোন দুর্ঘটনার মুখে পড়ে বা কোনও রোগের সম্মুখীন হয় তা বলা অসম্ভব। তাই মানুষ জীবনের অনাকাঙ্ক্ষিত চিকিৎসার খরচ এড়াতে চিকিৎসা বিমা নিয়ে থাকে।
3/8
চিকিৎসা বিমা নেওয়ার সময় সঠিক পলিসি বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সঠিক চিকিৎসা পলিসি না নিলে উপকারের পরিবর্তে ক্ষতির মুখে পড়তে হতে পারে। মেডিক্যাল পলিসি নেওয়ার সময় এই বিষয়গুলি মাথায় রাখা জরুরি।
4/8
আপনি যখন মেডিক্যাল ইন্সুরেন্স বা স্বাস্থ্য বিমা নিচ্ছেন, সবার আগে আপনার পলিসির কভারেজ বুঝতে হবে। অর্থাৎ, আপনার পলিসিতে কী চিকিৎসা ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। এটি কি হাসপাতালে ভর্তির আগের ও পরের খরচ মেটাতে পারবে ? এটা কি সার্জারি, ওষুধ এবং ডায়াগনস্টিক পরীক্ষার জন্য কভারেজ আছে?
5/8
এছাড়াও, পলিসিতে ওয়েটিং পিরিয়ড সম্পর্কেও জানা গুরুত্বপূর্ণ। কারণ অনেক বিমা কোম্পানি আগে থেকে আপনার কিছু রোগ থাকলে তার জন্য ওয়েটিং পিরিয়ড নির্ধারণ করে। যা সাধারণত 2 থেকে 3 বছরের হয়। অতএব, আপনি যদি কোনও রোগের জন্য কভার চান, তাহলে নিজের রোগ আগেই সনাক্ত করুন। তাহলে তা পলিসির মধ্যে কভার করতে পারবেন।
6/8
এছাড়াও, আপনি যখন একটি মেডিক্যাল পলিসি নিচ্ছেন, তখন পলিসির আওতায় থাকা নেটওয়ার্ক হাসপাতালের তালিকা চেক করুন। হাসপাতালগুলিতে ক্যাশলেস ক্লেম সুবিধা পাওয়া যায় কিনা তাও দেখে নিন, যাতে আপনাকে চিন্তা করতে না হয়। জরুরি সময়ে এটি আপনার কাজে আসবে।
7/8
এর সঙ্গে আপনার ক্লেম মেটানোর প্রক্রিয়া ও এটি কত সময় নেয় সে সম্পর্কেও খোঁজ নেওয়া উচিত। কোন রোগগুলি পলিসির আওতায় নেই তা জানাও গুরুত্বপূর্ণ, যাতে আপনি চিকিত্সার সময় কোনও অসুবিধার সম্মুখীন না হন৷
8/8
এর সঙ্গে আপনার প্রিমিয়ামের তুলনায় আপনি কতটা কভারেজ পাচ্ছেন, তা জানাও খুব গুরুত্বপূর্ণ। একটি সস্তা পলিসি নিয়ে কভারেজের সঙ্গে আপস করবেন না। তুলনা করার পরেই একটি পলিসি কিনুন। তাতে শেষে আপনারই কাজের কাজ হবে।
Published at : 04 Feb 2025 08:05 AM (IST)