Home Loan Repayment: হোম লোন মেটাবেন প্রভিডেন্ট ফান্ডের টাকায় ? কী সুবিধে ?
যে সমস্ত ক্রেতারা বাড়ি কিনেছেন, বা কিনবেন ভাবছেন তারা প্রায়ই চেষ্টা করেন কীভাবে তাদের হোম লোনের সুদ কমানো যায়। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরিজার্ভ ব্যাঙ্ক এই নিয়ে অষ্টমবার একই রেখেছে রেপো রেট। এর ফলে হোম লোনে সুদের হারও একই আছে, কোনও বদল নেই। ছবি- ফ্রিপিক
তবে গত বছর ফেব্রুয়ারি থেকে যে হারে বেড়েছে সুদ, তাতে বাড়ি কেনা এখন অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ছবি- ফ্রিপিক
তবে হোম লোন শোধ করার অন্যতম ভাল একটা উপায় হল প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে তা শোধ দেওয়া। ছবি- ফ্রিপিক
তবে ইপিএফের মাধ্যমে হোম লোন পরিশোধের ক্ষেত্রে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে আপনাকে। যখন তখন এই পিএফের টাকা তুলে নেওয়া যায় না। ছবি- ফ্রিপিক
ন্যূনতম ১০ বছর পিএফ অ্যাকাউন্টে বিনিয়োগ থাকতে হবে। হোম লোন শোধ করার জন্য পিএফের টাকা ব্যবহার করার জন্য যোগ্যতা ১০ বছরের সময়। ছবি- ফ্রিপিক
এক্ষেত্রে দেখতে হবে ইপিএফে সুদের হার যা জমেছে তাঁর থেকে হোম লোনের সুদ কম কিনা, যদি কম হয় তবেই সুদ জমবে।
তবে স্বল্পমেয়াদে পিএফের টাকা দিয়ে হোম লোন পরিশোধের ক্ষেত্রে খুব সতর্কতার সঙ্গে তা ম্যানেজ করতে হবে। ছবি- ফ্রিপিক
তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে পিএফ ছাড়া অন্য উপায়ে হোম লোন পরিশোধের কথা ভাবতে হবে। ছবি- ফ্রিপিক
তবে হোম লোন শোধ করার ক্ষেত্রে ইপিএফের টাকা সবার শেষ বিকল্প হিসেবে বেছে নেওয়া উচিত। অন্য কোনও বিকল্পের মাধ্যমে একান্ত শোধ না করা গেলে তবেই পিএফের টাকায় হাত দেওয়া উচিত। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -