Honda City hybrid: ২০ লাখের মধ্যে হাইব্রিডে দারুণ প্যাকেজ, হোন্ডা সিটি মানেই প্রিমিয়াম কার
নিত্যদিন পেট্রলের দামে ফাঁকা হচ্ছে পকেট। দেশবাসীর চাহিদার কথা উপলব্ধি করে এবার হোন্ডা হাইব্রিড Honda City e:HEV আনল কোম্পানি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজ্বালানি খরচ বাঁচাতে যা পাশে দাঁড়াবে আপনার। জেনে নিন , ঠিক কী দেওয়া হয়েছে এই গাড়িতে।
কেবল মাইলেজ বৃদ্ধির জন্য 20 লক্ষ টাকার সেডান নিতে আগ্রহী হবেন না অনেকেই। বাস্তব বলে এটা খুব একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে না অনেকের ক্ষেত্রেই।
এবার নতুন পাওয়ারট্রেন ও দুটি বৈদ্যুতিক মোটর দিয়েছে কোম্পানি। 1.5 লিটার পেট্রল ইঞ্জিনের এই গাড়িতে আপনি 126 bhp ছাড়াও 253Nm টর্ক পাবেন।
সংক্ষেপে বলতে গেলে, হাইব্রিড গাড়ি বলতে এখানে একটি ব্যাটারি প্যাক, বৈদ্যুতিক মোটর ও একটি পেট্রল ইঞ্জিন উভয়ই রয়েছে। অতএব, একটি ইভির মতো আপনাকে এই গাড়ি ফিজিক্যালি চার্জ করার প্রয়োজন নেই।
এই গাড়ির নাম শুনেই সবাই যেটি জানতে চায়, তা হল মাইলেজ। এখানে আমরা শহর ও হাইওয়েতে দুর্দান্ত 19 kmpl প্লাস মাইলেজ পেয়েছি। এই গাড়ির অফিশিয়াল মাইলেজের পরিসংখ্যান লিটার পিছু 26.5 কিমি। তবে বলা যেতেই পারে, 19kmpl কোনও সেডানের পক্ষে এখনও দারুণ মাইলেজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -