Russia Ukraine War: ১০০ দিনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, কে, কোথায় দাঁড়িয়ে, ক্ষয়ক্ষতি কত, জেনে নিন
১০০ দিনে পা রাখল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। পশ্চিমি সাহায্যে ভর করে ইউক্রেন যুঝে গেলেও, ক্ষয়ক্ষতির শেষ নেই তাদের। একই ভাবে যুদ্ধে নেমে অর্থনৈতিক দিক থেকে একেবারে বিধ্বস্ত রাশিয়াও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইউক্রেন জানিয়েছে, এই মুহূর্তে রুশ সেনার দখলে চলে গিয়েছে তাঁদের দেশের এক পঞ্চমাংশ। এর মধ্যে রয়েছে ক্রাইমিয়া এবং ডনবাসেরও বিস্তীর্ণ অঞ্চল।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার, ৩ জুন সেই যুদ্ধ ১০০ দিনে পদার্পণ করেছে।
রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধের শুরু থেকে এখনও পর্যন্ত দিনে কমপক্ষে দুই শিশুর মৃত্যু হয়েছে যুদ্ধক্ষেত্রে। ইউক্রেনে রুশ হামলা এখনও পর্যন্ত কমপক্ষে ২৪৩ শিশুর মৃত্যু হয়েছে।
আহত হয়েছে ৪৪৬ শিশু। সবমিলিয়ে ৪ হাজার ১৪৯ ইউক্রেনীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ হাজার ৯৪৫ জন। বেসরকারি হিসেবে সংখ্যা আরও বেশি বলে মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।
যুদ্ধ শুরু পর থেকে এখনও পর্যন্ত ইউক্রেনের অন্দরেই ৭৭ লক্ষ মানুষ ঘরছাড়া। মোট জনসংখ্যার নিরিখে প্রতি ছ’জনের মধ্যে একজন নাগরিক ঘরছাড়া।
অন্য দেশে আশ্রয় নিয়েছেন কমপক্ষে ৬৮ লক্ষ ইউক্রেনীয়, এমনটাই দাবি রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিভাগের।
যুদ্ধের প্রভাবে ধস নেমেছে বিশ্ব অর্থনীতিতেও। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডাদের অনুমান, এ বছর বিশ্ব অর্থনীতিতে ৮.৫ শতাংশ সঙ্কোচন ঘটবে।
যুদ্ধে সেনা এববং মানবিক ত্রাণে এখনও পর্যন্ত ৮.৩ বিলিয়ন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬৪ হাজার ৪০৫ কোটি খরচ হয়েছে ইউক্রেনের। যুদ্ধে পরিকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭ কোটি ৭৬ লক্ষ কোটি টাকা।
তবে রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি বলে অনুমান করা হচ্ছে। যুদ্ধ চালাতে গিয়ে শুধুমাত্র সরঞ্জামের ক্ষয়ক্ষতিবাবদই ১৩ বিলিয়ন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১ লক্ষ কোটি টাকা ডুবেছে তাদের।
সবমিলিয়ে ৪৬টি দেশ তাদের উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত মোট ৭ হাজার ৭৮২টি নিষেধাজ্ঞা চেপেছে তাদের উপর, যাতে গোটা বিশ্বে সর্বাধিন নিষেধাজ্ঞা আরোপিত দেশে পরিণত হয়েছে রাশিয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -