Swiss Bank Interest : সুইসব্যাঙ্কে টাকা রাখলে সুদ কত পাওয়া যায়, এখানে ১ লাখ জমা করলে পাঁচ বছরে কত হবে ?

সুইস ব্যাংকের সুদ: সুইস ব্যাংক ভিন্ন আর্থিক নীতিতে কাজ করে। সুইস ব্যাংকে ১০ লাখ টাকা জমা করলে ৫ বছরে কত হবে?

Continues below advertisement

সুইস ব্যাঙ্কে টাকা রাখলে কত সুদ ?

Continues below advertisement
1/6
বেশিরভাগ সুইস ব্যাংক অ্যাকাউন্ট 0% এর কাছাকাছি সুদ দেয়। এর মানে হল আপনার টাকা শুধু সেখানেই পড়ে থাকে এবং বাড়ে না। সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে বেশ কম সুদের হারের পরিবেশ বজায় রেখেছে।
2/6
যদি আপনি একটি বড় পরিমাণ অর্থ জমা করেন তবে কিছু ব্যাংক আপনার কাছ থেকে টাকা রাখার জন্য চার্জ নেয়। এটিকে নেতিবাচক সুদের হার বলা হয়। সুদ উপার্জনের পরিবর্তে, আপনাকে প্রতি বছর টাকা রাখার ফি দিতে হয়।
3/6
লোকজন সুইস ব্যাঙ্কে সুদ উপার্জনের জন্য টাকা জমা করে না। আসলে, এখানে টাকা গোপনীয়তা, রাজনৈতিক স্থিতিশীলতা, সম্পত্তির সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য রাখা হয়।
4/6
বেশি নেটওয়ার্থের ক্লায়েন্টরা কাস্টমাইজড ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ব্যবহার করতে পারেন। যদিও এই রিটার্নগুলি শেয়ার বাজার এবং বিশ্ব আর্থিক পারফরম্যান্সের উপর নির্ভরশীল। এগুলির ফিক্সড ইন্টারেস্টের সাথে কোনও সম্পর্ক নেই।
5/6
১০ লাখ রুপিকে সুইস ফ্রাঙ্কে পরিবর্তন করার পর, এটিকে ৫ বছর পর্যন্ত ০ শতাংশ সুদে, না ছুঁয়ে রাখলে এর মানে হল, এটি সিএইচএফ হিসেবে একই পরিমাণ থাকবে। যদি ঋণাত্মক সুদ কার্যকর হয়, তবে এই পরিমাণ প্রতি বছর সামান্য কমতে পারে।
Continues below advertisement
6/6
৫ বছর পর আপনার টাকার দাম একচেঞ্জ রেটের ওপর নির্ভর করবে। যতদিন সুইস ব্যাঙ্কে আপনার ব্যালেন্স যা জমা দেবেন ততটাই থাকবে। আপনার যত টাকাই থাকুক না কেন তা মুদ্রার দাম বৃদ্ধি বা হ্রাসের ওপর নির্ভর করবে। কিন্তু এরসঙ্গে ব্যাঙ্ক সুদের কোনও সম্পর্ক থাকবে না।
Sponsored Links by Taboola