ChatGPT: প্রেমে প্রতারণার শিকার হচ্ছেন ? আগেই বোঝার রাস্তা দেখাচ্ছে চ্যাটজিপিটি
প্রিয়জন ঠকালে ধরা পড়বে অচিরেই! সম্প্রতি আপনজনের মন বোঝার রাস্তা দেখিয়েছে ChatGPT। অত্যাধুনিক এই প্রযুক্তিকে হাতিয়ার করেই বুঝতে পারবেন প্রেমিকের হৃদয়। কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভর করে জানা যাবে প্রেমিক ঠকাচ্ছে কিনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকথায় আছে , 'বিশ্বাস না থাকলে প্রেম পূর্ণতা পায় না'। তাই প্রিয়জনকে নিয়ে মনের মধ্যে সন্দেহ থাকলে তা যাচাই করে নিন। অন্যথায় ভবিষ্যতে ভুগতে হবে আপানাকেই। সম্প্রতি প্রিয়জনের মন বোঝার রাস্তা দেখিয়েছে চ্যাটজিপিটি (ChatGPT)। আপনজন ঠকাচ্ছে কিনা জানতে ব্যবহার করতে পারেন প্রযুক্তির দেখানো গোপন পথ। জেনে নিন, আপনজনের প্রতারণা ধরতে কী রাস্তা বলছে ChatGPT।
প্রেমিক প্রতারণা করছে কিনা তা সম্পূর্ণরূপে জানা কঠিন, তবে এখানে কিছু লক্ষণ রয়েছে যা আপনি যাচাই করে দেখতে পারেন।
১ যদি আপনার বয়ফ্রেন্ডের আচরণ হঠাৎ করে বদলে যায়, সে যদি আপনার থেকে দূরত্ব রাখে বা গৌপনীয়তা বজায় রাখে, তাহলে এটি একটি প্রতারণার লক্ষণ হতে পারে।
২ আপনার বয়ফ্রেন্ড যদি হঠাৎ করে আগের থেকে কম কথা বলা শুরু করে, যেমন আপনার কল বা মেসেজ বারবার রিটার্ন না করে, তাহলে এটা একটা চিহ্ন হতে পারে যে সে প্রতারণা করছে।
৩ যদি আপনার প্রেমিক আপনার থেকে অনেক দূরে সময় কাটাতে শুরু করে ও সে কোথায় আছে বা সে কী করছে তা বোঝাতে না পারে তাহলে এটি একটি ঠকানোর লক্ষণ হতে পারে।
৪ যদি আপনার বয়ফ্রেন্ড হঠাৎ করে তার চেহারার দিকে বেশি মনোযোগ দিতে শুরু করে, যেমন ভাল পোশাক পরা বা সাজগোজ করা, তাহলে এটা একটা লক্ষণ হতে পারে যে সে প্রতারণা করছে বা অন্য কাউকে প্রভাবিত করার চেষ্টা করছে।
৫ যদি আপনার বয়ফ্রেন্ড হঠাৎ করে এমন নতুন ক্রিয়াকলাপ বা শখ শুরু করে যাতে সে আগে কখনও আগ্রহ দেখায়নি, তবে এটি একটি প্রতারণার লক্ষণ হতে পারে। হতেই পারে সে অন্য কারও সঙ্গে সময় কাটানোর চেষ্টা করছে। তাই দেরি না করে আগেই যাচাই করে নিন মনের মানুষকে।
তাই কাছের মানুষকে চিনে নিন চ্যাটজিপিটির এই পাঁচ পরামর্শে। সহজেই বুঝে যাবেন মনের মানুষ কেমন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -