E-Shram Portal: গিগকর্মীরা কীভাবে রেজিস্ট্রেশন করবেন ই-শ্রম পোর্টালে ? জানুন সম্পূর্ণ প্রক্রিয়া
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি এবারের পূর্ণাঙ্গ বাজেটে গিগকর্মীদের জন্য অনেক সুখবর দিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাদের সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে আনা হবে, গিগকর্মীরা পাবেন স্বাস্থ্যবিমার সুবিধে। এমনকী তাদের জন্য পেনশনের ব্যবস্থাও করা হয়েছে।
জোমাটো, সুইগি, ব্লিঙ্কইটের মত প্ল্যাটফর্মে যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের সকলকেই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে আনা হবে।
তার জন্য দরকার কেন্দ্র সরকারের ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করা, এর মাধ্যমে তারা একটি ই-শ্রম কার্ড পাবেন।
এই যোজনার অধীনে পরিবারের জন্য বার্ষিক বিমা কভারেজ পাওয়া যায় ৫ লক্ষ টাকার। সেকেন্ডারি ও টার্শিয়ারি হসপিটালাইজেশনের জন্য এই বিমা কভারেজ মিলবে।
ই-শ্রম পোর্টালে রেজিস্টার করার জন্য আপনার আধার নম্বর, আধার-সংযুক্ত মোবাইল নম্বর এবং একটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লাগবে।
নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমেও এই রেজিস্ট্রেশন করানো যায় যদি তাদের মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক না থাকে।
www.eshram.gov.in পোর্টালে গিয়ে সেলফ রেজিস্ট্রেশন পেজে যেতে হবে। মোবাইল নম্বর যাচাইয়ের জন্য ওটিপিতে ক্লিক করতে হবে।
এখানে শিক্ষাগত যোগ্যতা, নমিনির তথ্য, ব্যাঙ্কের তথ্য, দক্ষতার নাম, ব্যবসার প্রকৃতি, কাজের প্রকৃতি ইত্যাদি যথাযথভাবে পূরণ করে সাবমিট করতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -