LIC পলিসি সারেন্ডার করলেই সব টাকা পাবেন না, কী রয়েছে নিয়ম ?
LIC Policy Surrender: এলআইসি পলিসি সারেন্ডার করার আগে অবশ্য়ই জানা উচিত এই নিয়মগুলি। না হলে আর্থিক লোকসান হবে আপনারই। অনেক সময় এলআইসি-র পলিসি নিলেও আর্থিক অনটনে বিমা চালাতে পারেন না বহু গ্রাহক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই ক্ষেত্রে পলিসি সারেন্ডারের পথে হাঁটেন তাঁরা। মনে রাখবেন, LIC পলিসি সারেন্ডারের ক্ষেত্রেও রয়েছে কিছু নিয়ম। যা না মানলে ক্ষতি হবে আপনারই।
LIC পলিসি সারেন্ডারের পরিবর্তে আপনার টাকা ফেরত চাইলে আপনাকে ন্যূনতম ৩ বছরের অপেক্ষা করতে হবে। সেই ক্ষেত্রে ৩ বছর পর পলিসি সারেন্ডার বা সারেন্ডার করলেই আপনি টাকা পেয়ে যাবেন। তবে এই ক্ষেত্রে কিছু শর্ত বেঁধে দেয় কোম্পানি।
তবে পলিসি সারেন্ডার করলেই যে আপনি প্রিমিয়াম মূল্যের পুরো অর্থ পাবেন এমন নয়। আপনি পলিসির মূল্যের সমান টাকা ফেরত পাবেন LIC এর নিয়ম মেনেই।
LIC পলিসি নেওয়ার প্রথম বছরে জমা প্রিমিয়াম ফেরত দেওয়া হয় না। পরে জমা প্রিমিয়ামের মাত্র ৩০ শতাংশ ফেরত দেয় কোম্পানি।
ধরুন, যদি আপনি ৩ বছরের জন্য প্রিমিয়াম দেওয়ার পর পলিসি সারেন্ডার করেন, তাহলে প্রথম বছরের প্রিমিয়াম বাদে, বাকি ২ বছরের জমা প্রিমিয়ামের ৩০ শতাংশ ফেরত দেবে কোম্পানি। এতে অতিরিক্ত প্রিমিয়াম, কর ইত্যাদি যুক্ত থাকে না।
এই ক্ষেত্রে মূল পলিসি বন্ড ডকুমেন্টের সঙ্গে আপনাকে LIC পলিসি সারেন্ডার ফর্ম নং 5074 জমা দিতে হবে। এই ফর্মটি ডাউনলোড করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে। আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ বিবরণ দিতে হবে ও যদি আপনি সারেন্ডার ফর্ম ব্যবহার না করেন, তাহলে LIC-র NEFT ফর্ম দিতে হবে।
সারেন্ডারের নথির মূল ফর্মের সঙ্গে আপনাকে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ডের মতো আইডির একটি ফটোকপি জুড়ে দিতে হবে।
সারেন্ডারের নথির মূল ফর্মের সঙ্গে আপনাকে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ডের মতো আইডির একটি ফটোকপি জুড়ে দিতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -