Aadhaar Card: পরিচারক, ড্রাইভার মিথ্যে পরিচয় দিচ্ছে না তো ! এভাবে জানুন আধারের আসল নকল ?
UIDAI Update: ভুয়ো পরিচয় দিয়ে বাড়িতে ঢোকার আগে জেনে নিন, ড্রাইভার , পরিচারিকা বা ভাড়াটিয়ার পরিচয়। সেই ক্ষেত্রে কেউ ভুয়ো আধার কার্ড দেখালে নিজেই যাচাই করে নিতে পারবেন আধারের আসল-নকল।
আধার দেখিয়ে ভুয়ো পরিচয় দিচ্ছে ভাড়াটে ? যাচাই করুন এভাবে।
1/9
ভুয়ো পরিচয় দিয়ে বাড়িতে ঢোকার আগে জেনে নিন, ড্রাইভার , পরিচারিকা বা ভাড়াটিয়ার পরিচয়। সেই ক্ষেত্রে কেউ ভুয়ো আধার কার্ড দেখালে নিজেই যাচাই করে নিতে পারবেন আধারের আসল-নকল।
2/9
অন্যের আধার কার্ড যাচাই করা যাবে এইভাবে ? ১ প্রথমে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার UIDAI website -www.resident.uidai.gov.in/verify - এ যান ২ এখানে মাই আাধারে গিয়ে আধার সার্ভিসেসে ক্লিক করুন।
3/9
৩ এবার ভেরিভাই আধার নম্বর অপশনে ক্লিক করুন। ৪ এখান থেকে আধার ভেরিফিকেশন পেজ খুলে যাবে।
4/9
৫ এই পেজে গিয়ে প্রয়োজনীয় তথ্য জমা দিন। যেমন-নাম ও আধার নম্বর ৬ একবার সব ডকুমেন্ট জমা হয়ে গেলে 'প্রসিড টু ভেরিভাই' বটনে ক্লিক করুন।
5/9
৭ এখানে আধার নম্বর ভুয়ো না হলে ডিসপ্লেতে ওই ব্যক্তির বিবরণ দেখা যাবে। ৮ কোনও কারণে আধার নম্বর ভুয়ো হলে আপনাকে নোটিফিকেশন দেবে।
6/9
আপনার আধার কার্ড আসল না নকল চিনুন ১ প্রথমে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট https://resident.uidai.gov.in- এ গিয়ে লগ ইন করুন। ২ এবার মাই আধার সেগমেন্টে ক্লিক করে ''ভেরিফাই আধার নম্বর''-এ যান।
7/9
৩ এখানে ১২ সংখ্যার আধার নম্বর জমা দিন। ৪ পরবর্তী পদক্ষেপে আপনাকে ক্যাপচা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এখানে ক্লিক করে কাজ সম্পূর্ণ করুন।
8/9
৫ যদি ক্লিক করার পর নতুন পেজ খুলে যায় ও তাতে গ্রাহকের আধার নম্বর দেখা যায় তাহলে আপনার কার্ড আসল।
9/9
৬ এখানে আপনার আধার কার্ড নম্বর ছাড়াও বয়স, লিঙ্গ ও রাজ্য ছাড়াও আরও বিবরণ দেখাবে। ৭ নতুন পেজে কার্ডের বিবরণ না দেখালে বুঝে যাবেন আপনার আধার কার্ড নকল।
Published at : 30 Jan 2023 09:42 AM (IST)