Aadhaar Pan Link: টিডিএস দিতে হবে ২০ শতাংশ হারে, প্যান-আধার লিঙ্ক না করলে আরও অনেক সমস্যা

Continues below advertisement

Aadhaar Pan Link:

Continues below advertisement
1/10
করদাতাদের স্বস্তি দিয়ে আধার-প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। আগে ৩১ মার্চ এই সময়সীমা থাকলেও এখন তা বাড়িয়ে ৩০ জুন ২০২৩ করা হয়েছে। এরপরও যারা প্যানের সঙ্গে আধার কার্ড জুড়তে পারবেন না, তাদের জন্য বাড়বে সমস্যা।
করদাতাদের স্বস্তি দিয়ে আধার-প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। আগে ৩১ মার্চ এই সময়সীমা থাকলেও এখন তা বাড়িয়ে ৩০ জুন ২০২৩ করা হয়েছে। এরপরও যারা প্যানের সঙ্গে আধার কার্ড জুড়তে পারবেন না, তাদের জন্য বাড়বে সমস্যা।
Continues below advertisement
2/10
1. আধার প্যান লিঙ্ক না করার ক্ষেত্রে প্যান কার্ড নিষ্ক্রিয় করা হবে। সেই পরিস্থিতিতে আপনি আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না। 2. এর পাশাপাশি PAN নিষ্ক্রিয় থাকলে ITR-এর সুদের হারে র সুবিধা পাওয়া যাবে না।
3/10
3. এর সঙ্গে আপনাকে আরও TDS দিতে হবে। ব্যাঙ্ক আপনার ১০ এর পরিবর্তে ২০ শতাংশ টিডিএস চার্জ করবে। 4. প্যান কার্ড ছাড়া আপনি ৫০,০০০ টাকার বেশি লেনদেন করতে পারবেন না।
4/10
5. প্যান কার্ড ছাড়া আপনি একটি টু-হুইলার ছাড়া অন্য কোনও যানবাহন কিনতে পারবেন না।
5/10
6. ব্যাঙ্ক প্যান কার্ড ছাড়া গ্রাহকদের ক্রেডিট ও ডেবিট কার্ড ইস্যু করবে না। 7. আপনি প্যান কার্ড ছাড়া হোটেল বুকিং, রেস্তোরাঁ, ব্যাঙ্কোয়েট হল বুকিং ও ৫০,০০০ টাকার বেশি পেমেন্ট করতে পারবেন না।
6/10
8. ৫০,০০০ টাকার বেশি বিমা কভারেজ প্যান কার্ড ছাড়া পাওয়া যাবে না।
7/10
9. প্যান কার্ড ছাড়া আপনি শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে ট্রেডিং ও ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
8/10
10. আপনি প্যান কার্ড ছাড়া ১০ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি কিনতে পারবেন না৷
9/10
মনে রাখবেন, কিছু করদাতা এই নতুন নিয়ম থেকে অব্যাহতি পাবেন। যারা নির্দিষ্ট রাজ্যে বসবাস করছেন, অনাবাসী, যারা ভারতের নাগরিক নন ও ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা আধারের সঙ্গে প্যান লিঙ্ক না করলেও এই ধরনের সমস্যায় পড়বেন না।
10/10
আয়কর আইন, ১৯৬১-র বিধান অনুসারে, যে ব্যক্তিদের ১ জুলাই ২০১৭ সালের আগে PAN বরাদ্দ করা হয়েছিল ও যারা আধার নম্বর পাওয়ায় যোগ্য তাদের ৩০ জুন ২০২৩ এর আগে এই কাজ করতে হবে। অন্যথায় ১ জুলাই ২০২৩ থেকে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Sponsored Links by Taboola