Jeep Meridian: চোখধাঁধাানো ফিচার নিয়ে শীঘ্রই ভারতের বাজারে জিপের নয়া এসইউভি
ভারতের গাড়ির বাজারে নয়া অতিথি। শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে জিপ মেরিডিয়ান। Jeep-এর নতুন এসইউভি এটি। নতুন এই এসইউভি থ্রি রো-সেভেন সিটারের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলঞ্চের আগেই শুরু হয়ে যাচ্ছে এই মডেলের বুকিং। জিপ মেরিডিয়ান (Jeep Meridian)-এর বুকিং শুরু হচ্ছে পয়লা মে। Jeep Compass-এর চেয়েও এক সেগমেন্ট উপরের গাড়ি এটি।
Jeep Compass-এর চেয়ে দৈর্ঘ্যে বড় এই গাড়িটি। জিপ মেরিডিয়ানের দৈর্ঘ্য ৪৭৬৯ মিমি এবং উচ্চতা ১৬৯৮ মিমি। নয়া এসইউভির হুইলবেস ২৭৮২ মিমি। ১৮ ইঞ্চির চাকা থাকছে এই গাড়ির।
অন্দরসজ্জাতেও চমক দেখাচ্ছে এই গাড়ি। কুইল্টে়ড লেদার সিট থাকছে এই মডেলে। সঙ্গে গাড়ির ড্যাশবোর্ডে থাকছে সফট টাচ প্যাডিংয়ের (soft touch padding) ব্যবস্থা। রয়েছে টাচস্ক্রিনও। যার আয়তন ১০.১ ইঞ্চি।
চোখ টানবে জিপ মেরিডিয়ানের ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার। জিপ মেরিডিয়ানে ডিজিটাল ইন্স্টুমেন্টের ক্লাস্টারের আয়তন ১০.২৫ ইঞ্চি। সঙ্গে ওয়ারলেস স্মার্টফোন কানেক্টিভিটি।
সেগমেন্ট অনুযায়ী একাধিক ফিচার রয়েছে জিপ মেরিডিয়ানে। ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল (dual zone climate control), ডুয়াল প্যানেল প্যানোরামিক সানরুফ (dual pane panoramic sunroof), ওয়ারলেস চার্জিংয়ের ব্য়বস্থা রয়েছে। পাশাপাশি ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ইউথ মেমোরি ফাংশন (ventilated front seats with memory function), এয়ার ফিল্টারও রয়েছে।
সুরক্ষার জন্য রয়েছে টায়ার প্রেশার মনিটারিং এবং ৬টি এয়ারব্যাগ। থাকছে পাওয়ার লিফট গেট (power liftgate) এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা। এই মডেলের একদম পিছনের সারিটি one touch tumble এর মাধ্যমে ব্যবহার করা যাবে।
আপাতত ২ লিটার ডিজেল ইঞ্জিনে আসছে জিপ মেরিডিয়ান। মাত্র ১০.৮ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতিঘণ্টায় গতিবেগ ওঠাতে সক্ষম এর ইঞ্জিন। সর্বোচ্চ গতিবেগ হবে প্রতিঘণ্টায় ১৯৮ কিলোমিটার।
আপাতত এই মডেল থাকলেও, 4x4 সিস্টেমের গাড়িও আসার কথা রয়েছে। তাতে ম্য়ানুয়াল এবং অটোমেটিক দুই রকম গিয়ারবক্সেরই অপশন থাকবে বলে প্রস্তুতকারক সংস্থা সূত্রে খবর।
মনে করা হচ্ছে ৩৫ লক্ষ টাকা থেকে দাম শুরু হতে পারে জিপ মেরিডিয়ানের। আগামী জুনে গাড়ির দাম প্রকাশ্য়ে আনবে প্রস্তুতকারক সংস্থা। দাম এবং ফিচারের দিক থেকে বেশ কিছু প্রতিযোগী রয়েছে জিপ মেরিডিয়ানের। মূলত টয়োটা ফরচুনার এবং স্কোডা কোডিয়াকের সঙ্গেই হবে টক্কর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -