In Pics Citroen C3: প্রচুর ফিচার নিয়ে আগামী মাসেই ভারতের বাজারে, ১ জুলাই শুরু বুকিং
ভারতের গাড়ি বাজারে আগ্রহ রয়েছে একাধিক গাড়ি সংস্থার। তেমনই একটি সংস্থা সিত্রোয়েন (Citroen)। ফ্রান্সের এই গাড়ি প্রস্তুতকারক সংস্থা ভারতের বাজারের জন্য়ও একাধিক গাড়ি বাজারে এনেছে। এবার তাদের নতুন বাজি C3। এসইউভি ডিজাইন অনুসরণ করে তৈরি হয়েছে এই হাচব্যাক। এমনটাই জানিয়েছে সিত্রোয়েন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদৈর্ঘ্যে ৩৯৮১ মিলিমিটার সিত্রোয়েন সি থ্রি। চওড়ায় ১৭৩৩ মিলিমিটার। উচ্চতাতেও চমক দেবে গাড়িটি। C3-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫৮৬ মিলিমিটার। হুইলবেস ২৫৪০ মিলিমিটার।
দুই রকমের পেট্রোল ইঞ্জিনের অপশন নিয়ে লঞ্চ হতে চলেছে এই মডেল। একটি ১.২ লিটারের ৮৬ পিএস-এর পেট্রোল ইঞ্জিন। আর একটি আরও শক্তিশালী একটি ১.২ লিটারের ১১০ পিএস-এর টার্বো পেট্রোল ইঞ্জিন।
গাড়ির মাইলেজের দিকে লক্ষ্য রেখেছে সংস্থা। সংস্থার দাবি, ১.২ লিটার পেট্রোল ইঞ্জিনে প্রতি লিটারে ১৯.৮ কিলোমিটার, টার্বো ইঞ্জিনে প্রতি লিটারে ১৯.৪ কিলোমিটার চলবে সিত্রোয়েনের নয়া মডেল। গিয়ারবক্সেও রয়েছে তফাৎ। ১.২ লিটার পেট্রোল ইঞ্জিনে ৫ স্পিড গিয়ার বক্স এবং টার্বো ইঞ্জিনে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। অটোমেটিক গিয়ারবক্স অপশন আপাতত থাকছে না।
অন্দরসজ্জায় চমক থাকছে। ছাইরঙা ধূসর এবং উজ্জ্বল কমলার মিশেলে তৈরি হয়েছে অন্দর। থাকছে ১০ ইঞ্চির টাচস্ক্রিন। ওয়ারলেস স্মার্টফোন কানেক্টিভিটি, ফাস্ট চার্জিংয়ের অপশন, ডুয়াল এয়ারব্যাগের মতো অপশন। সিত্রোয়েন সি থ্রি-তে থাকছে রিয়ার পার্কিং সেন্সরও।
এই গাড়িতে এয়ার কন্ডিশনিং সিস্টেম ম্যানুয়াল যদিও রিয়ার ওয়াইপার নেই। সংস্থার দাবি, দ্রুত ঠান্ডা করতে পারবেন তাদের এসি সিস্টেম। রয়েছে ৩১৫ লিটারের বুট স্পেসও।
একাধিক রঙের অপশন থাকছে সিত্রোয়েন সি থ্রি-র (Citroen C3)। ৪টি সিঙ্গল টোন কালার এবং দুটি ডুয়াল টোন কালার অপশন পাওয়া যাবে নতুন এই মডেল। রয়েছে পছন্দমতো গাড়ি সাজানোর জন্য একাধিক কাস্টমাইজেশন অপশন।
সব ঠিক থাকলে আগামী মাসেই আসতে চলেছে Citroen C3। ২০ জুলাই ভারতে লঞ্চ হতে পারে গাড়িটি। বুকিং শুরু হতে পারে ১ জুলাই থেকেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -