উচ্চশিক্ষার জন্য Education Loan পেতে সুবিধা হবে কী করলে ? মাথায় রাখবেন কোন কোন বিষয় ?
স্বপ্নপূরণের লক্ষ্যে উচ্চশিক্ষার জন্য ভাবছেন এডুকেশন লোনের কথা ? উচ্চশিক্ষার ভাবনা ও পড়াশোনার সুযোগের বাস্তবের মাঝে সহজেই যোগসূত্র হয়ে দাঁড়াবে এডুকেশন লোনের সাহায্য়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযোগ্যতামান- এডুকেশন লোন দেওয়া ক্ষেত্রে সংস্থাভিত্তিতে বিভিন্ন রকম নিয়মকানুন থাকে। অনেক ব্যাঙ্ক বা সংস্থা শুধুমাত্র বিদেশের কোনও বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার আবেদনের ক্ষেত্রেই এডুকেশন লোন গ্রহণ করে। আবার অনেকেই দেশ ও বিদেশ, দু'জায়গার বিশ্ববিদ্যালয়েই পড়ার জন্য ঋণ দিয়ে থাকে।
অনেক ক্ষেত্রে শুধু পড়ুয়াই নয়, কোনও অভিভাবককেও একসঙ্গে আবেদন করতে হয়। তাই ঠিক কেমন এডুকেশন লোন আপনি চাইছেন, সেটার খোঁজ নিয়ে রাখা প্রথমেই প্রয়োজন।
ইন্টারেস্ট রেট - অন্য ঋণগুলোর মতোই এডুকেশন লোনের ক্ষেত্রে পড়ুয়াদেরই ইন্টারেস্ট ও লোন কার্যকর করার জন্য প্রসেসিং ফি দিতে হয়।
কী ধরনের কোর্সের জন্য আবেদন করা হচ্ছে, কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন, পড়ুয়ার অ্যাকাডেমিক ট্র্যাক রেকর্ড ও ক্রেডিট স্কোরের ওপর একাধিক হিসেব করে স্থির করা হয়ে থাকে ইন্টারেস্ট রেট (Interest Rate)। ক্রেডিং রেটিংয়ের (Credit Rating) ওপর অনেকটা যা নির্ভর করে।
ঋণশোধ - ঋণের ধরন ও কারা তা দিচ্ছে তার ওপর নির্ভর করে ঋণশোধের প্রক্রিয়া। ইন্টারেস্ট রেট সহ কীভাবে ঋণশোধ হবে তার কয়েকটি পন্থা রয়েছে।
যে পরিমাণ ঋণ, সেই অনুযায়ী হয় ইন্টারেস্ট রেট। ঋণ ও ইন্টারেস্ট রেট যোগ হয়ে লোনের স্থগিত থাকার পর্বের (মরাটোরিয়াম) পর থেকে শুরু হয় ইএমআই (Equated Monthly Installment)। কেউ সেই পর্বের মধ্যে দিয়ে যেতে না চাইলে ঋণ নেওয়ার পর থেকেই EMI শুরু হয়ে যায়।
সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে ঋণ পেলে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট ও সর্বোপরি মোট ঋণশোধ করার অর্থের পরিমাণ কমে।
ট্যাক্স পরিকল্পনা - ইনকাম ট্যাক্সের ৮০ ই ধারার অধীনে এডুকেশন লোনের ক্ষেত্রে দিতে হয় কম ইন্টারেস্ট রেট।
তবে লোন নেওয়ার ক্ষেত্রে সবদিক খতিয়ে দেখে আপনার সুবিধা হয় যে স্কিমে, তেমনটাই নেওয়া উচিত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -