31 December Deadline: ডেডলাইন ৩১ ডিসেম্বর! টাকা বাঁচাতে এই কাজগুলি করতেই হবে
ইতিমধ্যেই বছরের শেষ মাস শুরু হয়ে গিয়েছে। ডিসেম্বরে রয়েছে ৩১ দিন। তার মধ্যেই শেষ করতে হবে বেশ কিছু কাজ। নয়তো দিতে হতে পারে মোটা জরিমানা, অন্য সমস্যাও হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppRBI-তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই অনুয়ায়ী ব্যাঙ্কের গ্রাহকদের ২০২৩ সালের জানুয়ারিতে পর্যায়ক্রমে লকার চুক্তিতে স্বাক্ষর করতে বলা হয়েছিল। ওই কাজটির শেষ সময় এই বছরেই। নতুন লকার চুক্তি স্বাক্ষরের সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২৩-এ শেষ হচ্ছে।
বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা এই বছরের ১৪ ডিসেম্বর শেষ হচ্ছে। যদি আপনার আধার তৈরি হওয়ার ১০ বছর বা তার বেশি হয়ে থাকে, তাহলে আপনি ১৪ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে আধারে ঠিকানা থেকে বায়োমেট্রিক্স তথ্য, অনলাইনে যে কোনও তথ্য আপডেট করতে পারবেন।
মিউচুয়াল ফান্ড, ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য এই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন প্রক্রিয়া বা নমিনেশন সম্পূর্ণ করতে হবে। এটি না করা হলে, আপনার পোর্টফোলিও লক হয়ে যেতে পারে। তাহলে বিনিয়োগ এবং টাকা তোলা- কোনওটাই করতে পারবেন না। নমিনেশনের পরেই ফের চালু হবে।
২০২২-২৩ আর্থিক বছরের জন্য জরিমানা দিয়ে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। যাঁদের বার্ষিক আয় ৫ লক্ষটাকার কম তাঁরা ১০০০ টাকা জরিমানা দিয়ে ITR ফাইল করতে পারবেন। আর অন্যদিকে যাঁদের আয় ৫ লক্ষ টাকার বেশি তাঁদের ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে।
আপনি যদি SBI-এর অমৃত কলশ স্কিমে বিনিয়োগ করতে চান, তাহলে ৩১ ডিসেম্বর পর্যন্ত হাতে সুযোগ রয়েছে। এই স্কিমের অধীনে, ৪০০ দিনের FD স্কিমে ৭.১০ শতাংশ সুদের হারের সুবিধা পাওয়া যায়।
এছাড়াও আপনি IDBI-এর বিশেষ FD স্কিম 'অমৃত মহোৎসব FD'-তে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। ৩৭৫ থেকে ৪৪৪ দিনের মধ্যে বিনিয়োগ করতে পারবেন এই প্রকল্পে। এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষ (যাঁদের বয়স ৬০ বছরের নীচে) ৬.৮ শতাংশ সুদের হারের সুবিধা পাচ্ছেন এবং প্রবীণ নাগরিকরা ৭.৩ শতাংশ সুদ পাচ্ছেন।
আপনি যদি SBI-এর বিশেষ উৎসব হোম লোন অফার পেতে চান, তাহলে আপনার কাছে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় আছে। এই স্কিমের অধীনে, গ্রাহকরা বাড়ি ঋণে বেশ অনেকটাই ছাড় পাচ্ছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -