Gold Rate: সোনার দাম কতটা কমল? আজ কতটা সুরাহা মিলবে ক্রেতাদের?
অগ্রহায়ণ মাস চলছে। এখন ভরপুর বিয়ের মরসুম। এরপর পৌষ পেরোলেই মাঘ মাসেই ফের বিয়ের মরসুম। ফলে এখন থেকেই সোনা কিনতে তুঙ্গে থাকবে ব্যস্ততা। এইসময় সোনার দোকানে কেনাকাটাও বাড়ে। তাই নজর থাকে নিত্যদিনের সোনার দামে ওঠানামাতেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমন বাঙালি খুঁজে পাওয়া ভার, যাঁর দিনের শুরুতে সোনা-রুপোর (Gold silver price) দামের দিকে চোখ যায় না । শখ হোক বা বিনিয়োগ, সোনার (Gold Rate Today) তুলনা নেই।
শুভ অনুষ্ঠানের সঙ্গেও জড়িয়ে সোনার কেনার চল। আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম (silver price) কত চলছে? প্রতিদিন সোনা-রুপোর (gold price) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
আজ, ৩০ নভেম্বর, ২০২৩- বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৬২৬১ টাকা।
এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৬০৪৮ টাকা।
এদিন ২২ ক্যারেটের সোনা বেচতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৬৯৮ টাকা।
এদিন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৯৮৩ টাকা
এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭৬২০০ টাকা
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
সেপ্টেম্বর মাসের থেকে হিসেব করলে ক্রমশ বেড়ে চলেছে সোনার দাম। এখন ২৪ ক্যারেট সোনার ১ ভরি প্রায় ৬৩ হাজার টাকা ছুঁইছুঁই। গতকালের তুলনায় আজ একটু দাম কমলেও তা খুবই সামান্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -