Highest Centuries in Test Cricket : কেন-ব্র্যাডম্যানকে ছুঁলেন উইলিয়ামসন, টেস্ট শতরানের নজিরে কে কোথায় ?
টানা চার টেস্টে শতরান। প্রথম কিউয়ি ব্যাটার হিসেবে অনন্য নজির গড়েছেন কেন উইলিয়ামসন। ২৯ তম টেস্ট শতরানের হাঁকিয়ে ছুয়েছেন বিরাট কোহলি ও স্যার ডন ব্র্যাডম্যানকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশত শতরানের মালিক সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar) টেস্ট শতরানের বিচারে রয়েছেন সকলের ধরাছোঁয়ার বাইরে। মাস্টার ব্লাস্টারের ৫১ টি সেঞ্চুরি রয়েছে টেস্টে।
সবার্ধিক টেস্ট শতরানের বিচারে বিশ্বে দুই নম্বরে রয়েছেন জ্যাক কালিস (Jacques Kallis)। ১৬৬ টেস্টে ৪৫ সেঞ্চুরি রয়েছে জ্যাকের।
টেস্ট শতরানের ভিত্তিতে তিনে রিকি পন্টিং (Ricky Ponting)। ১৬৮ টেস্টে ৪১ টি সেঞ্চুরি রয়েছে কিংবদন্তি অজি ব্যাটারের।
কুমার সাঙ্গাকারার (Kumar Sangakkara) ঝুলিতে ৩৮ শতরান। মাত্র ১৩৮ টেস্টে যা হাঁকিয়ে সর্বকালের সর্বাধিক শতরানকারীদের তালিকায় চার নম্বরে সাঙ্গা।
ভারতীয় দলের কোচ হিসেবে চুক্তি বাড়া রাহুল দ্রাবিড় (Rahul Dravid) রয়েছেন পাঁচ নম্বরে। ১৬৪ টেস্টে ৩৬ শতরান রয়েছে দ্রাবিড়ের।
টেস্ট ক্রিকেটে সর্বাধিক শতরানকারীদের তালিকায় তার পরেই রয়েছেন ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটারের ঝুলিতে রয়েছে ৩৪ শতরান।
টেস্ট ক্রিকেটে ৩৪ শতরানের মালিক আরও তিনজন। যাঁরা হলেন সুনীল গাভাসকার, ইউনিস খান ও মাহেলা জয়বর্ধনে।
টেস্ট ক্রিকেটে ৩২ শতরান রয়েছে স্টিভ স্মিথের। টেস্ট শতরানের ভিত্তিতে একই জায়গায় স্টিভ ও-ও। একধাপ এগিয়ে রয়েছেন অ্যালেস্টার কুক (৩৩)।
ম্যাথু হেডেন, শিবনারায়ণ চন্দ্রপল ও জো রুটের ঝুলিতের রয়েছে ৩০ টি করে টেস্ট শতরান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -