Gold Prices: আগামী মাসেই বিয়ে? আজই সোনা কিনলে কি সস্তা পড়বে?
বিয়ে, অন্নপ্রাশন, শুভকাজে-শুভতিথিতে হোক বা পছন্দের বিনিয়োগ। সোনার চেয়ে দামি বোধহয় খুব কমই আছে। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে?
দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা।
বিয়ের মরসুমে সামান্য স্বস্তি। এই কয়েকদিনে খুব বেশি ওঠনামা হয়নি সোনার দামে। সামনেই মাসেই বিয়ে হলে এখনই ভেবে দেখতে পারেন কেনার কথা।
আজকের দর: ১৮ ডিসেম্বর, সোমবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৬১৭৪ টাকা।
এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৯৬৪ টাকা।
এদিন ২২ ক্যারেটের সোনা বেচতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৬১৮ টাকা।
পাথর বা হীরে বসিয়ে গয়না তৈরি করতে গেলে ১৮ ক্যারেটের সোনা ব্যবহার হয়। এদিন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৯১৫ টাকা
গত কয়েক মাসে অনেকটাই বেড়েছে রুপোর দাম। এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭৩৮৫৩ টাকা
সোনা ও রূপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -