Gold Prices: সোনার দামে কতটা হেরফের? আজ কিনবেন না কি অপেক্ষা করবেন?
Gold Rate Today: আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি
নিজস্ব চিত্র
1/10
চলছে বিয়ের মরশুম (Wedding)। শেয়ার বাজারের সঙ্গে সঙ্গে বেড়েই চলছিল সোনার দাম (gold price)। বাড়ছে রুপোর দামও।
2/10
যদিও গতকালই দর কমেছে সোনার (Gold Rate Today)। যা দেখে হাসি ফুটেছিল বিনিয়োগকারীদের মুখে। এদিন বাজারে দর কত?
3/10
এমন বাঙালি খুঁজে পাওয়া ভার, যাঁর দিনের শুরুতে সোনা-রুপোর (Gold silver price) দামের দিকে চোখ যায় না । শখ হোক বা বিনিয়োগ, সোনার (Gold Rate Today) তুলনা নেই।
4/10
শুভ অনুষ্ঠানের সঙ্গেও জড়িয়ে সোনার কেনার চল। আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম (silver price) কত চলছে? প্রতিদিন সোনা-রুপোর (gold price) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি
5/10
আজ ১৪ ডিসেম্বর, ২০২৩- ২৪ ক্যারেট (Fine old 995)সোনা সবথেকে খাঁটি সোনা। এই সোনা ১ গ্রামের দাম ৬২২৮ টাকা।
6/10
২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে সবথেকে বেশি কাজে লাগে। এই সোনা কিনতে গেলে ১ গ্রামের দাম পড়বে ৬০১৬ টাকা।
7/10
২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে কাজে লাগে। এই সোনা যদি বিক্রি করেন কেউ, তাহলে ১ গ্রামের জন্য দাম পাবেন ৫৬৬৭ টাকা।
8/10
১৮ ক্যারেট সোনা লাগে হিরে ও পাথর সেটিংয়ের গয়না তৈরি করতে। এর ১ গ্রাম কিনতে দাম লাগে ৪৯৫৭ টাকা।
9/10
রুপো (৯৯৯)র গয়নার শখ থাকে অনেকের। কেউ ১ কেজি রুপো কিনতে তাইলে খরচ পড়বে ৭৩৮৫০ টাকা
10/10
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
Published at : 14 Dec 2023 02:58 PM (IST)