Gold Rate in Kolkata: পুজোর আগে বাড়বে সোনার দর? আজ কত টাকায় মিলছে ১ ভরি?
শখ হোক বা বিনিয়োগ, সোনার তুলনা নেই। শুভ অনুষ্ঠানের সঙ্গেও জড়িয়ে সোনার কেনার চল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত? যাচাই করে নেবেন কীভাবে? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়।
প্রতিদিন সোনা-রুপোর (gold price) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি
আজ, ১১ অক্টোবর, ২০২৩- এ কোন সোনার কত দাম, কোন ক্যারেটে দামে কতটা ওঠানামা- রইল একঝলকে
২৪ ক্যারেট (Fine Gold 995) সোনা সবথেকে খাঁটি সোনা। এই সোনা ১ গ্রামের দাম ৫৭৫০ টাকা।
২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে সবথেকে বেশি কাজে লাগে। এই সোনা কিনতে গেলে ১ গ্রামের দাম পড়বে ৫৫৫৪ টাকা।
২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে কাজে লাগে। এই সোনা যদি বিক্রি করেন কেউ, তাহলে ১ গ্রামের জন্য দাম পাবেন ৫২৩২ টাকা।
১৮ ক্যারেট সোনা লাগে হিরে ও পাথর সেটিংয়ের গয়না তৈরি করতে। এর ১ গ্রাম কিনতে দাম লাগে ৪৫৭৭ টাকা।
রুপো (৯৯৯)র গয়নার শখ থাকে অনেকের। কেউ ১ কেজি রুপো কিনতে তাইলে খরচ পড়বে ৬৯৫৫৩ টাকা।
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -