Gold Price Today: আজ সোনা কিনতে কত খরচ? কলকাতায় দর কত?

Gold Rate: প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন । জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি

নিজস্ব চিত্র

1/8
সোনার সঙ্গে জড়়িয়ে থাকে বাঙালির আবেগ। যে কোনও শুভ অনুষ্ঠানের আগে, শুভ সময়ে, পুজোর সময়ে অল্প হলেও সোনায় নজর থাকেই। উৎসবের মরসুমের জন্য অনেকে আগে থেকেই সোনা কিনে রাখেন।
2/8
রোজই বদলায় সোনার দাম, বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে, দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর দাম (Gold Silver Rate) কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন । জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি
3/8
আজ, ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৮৫৬ টাকা।
4/8
এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৬৫৭ টাকা।
5/8
এদিন ২২ ক্যারেটের সোনা বেচতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩২৯ টাকা।
6/8
আজ, ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৬৬১ টাকা
7/8
এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭০২৪৪ টাকা
8/8
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
Sponsored Links by Taboola