Mobile Fraud:আর্থিক প্রতারণা আটকাতে বন্ধ ১ লক্ষ ৪০ হাজার মোবাইল নম্বর, সতর্ক থাকতে কী করণীয়?
'Financial Fraud' আটকাতে এবার সক্রিয় কেন্দ্রীয় সরকার। এখনও পর্যন্ত ১ লক্ষ ৪০ হাজার মোবাইল নম্বর ব্লক করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই নম্বরগুলির সঙ্গে নানা ধরনের প্রতারণার অভিযোগের সম্পর্ক ছিল বলে উঠে আসে। কিন্তু কথা হল, 'ডিজিটাল ফ্রড' নিয়ে এত চিন্তা কেন?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসরকারি ভাবে বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন' বিশ্লেষণ করে দেখেছে, অন্তত ৩৫ লক্ষ 'প্রিন্সিপাল এনটিটি', 'বাল্ক এসএমএস' পাঠিয়ে থাকে। এর মধ্যে ১৯ হাজার ৭৭৬টি 'প্রিন্সিপাল এনটিটি' এমন যা অসাধু উদ্দেশে এই 'বাল্ক এসএমএস' পাঠায়। তাদের এর মধ্যে কালো তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু 'প্রিন্সিপাল এনটিটি' বিষয়টি ঠিক কী?
ডিজিটাল তথ্য়ের দুনিয়ায়, 'প্রিন্সিপাল এনটিটি' বলতে এমন কিছুকে বোঝানো হয় যার মধ্যে সেই মূল নির্যাস থাকে যা বিভিন্ন অনুসারী প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে।
এরকমই ১৯ হাজার ৭৭৬টি 'প্রিন্সিপাল এনটিটি' কালো তালিকাভুক্ত করা হয়েছে। তা ছাড়াও, এই সূত্রে ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি ওই সরকারি বিজ্ঞপ্তিতে।
এতেই শেষ নয়। সরকারের তরফে আরও জানানো হয়ছে, 'ডিজিটাল ফ্রড' রুখতে ৩ লক্ষ ৮ হাজার সিমকার্ডও ব্লক করা হয়। ফিনান্সিয়াল সার্ভিসেস সেক্রেটারি বিবেক জোশী আর্থিক ক্ষেত্রে সাইবার নিরাপত্তার বিষয়টি নিয়ে শুক্রবার একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন।
সেই বৈঠকের পরই সরকারি বিবৃতিতে জানানো হয়, 'ডিজিটাল ফ্রড' রুখতে কতটা তৎপর সরকার। পাশাপাশি, এই ধরনের কোনও প্রতারণার অভিযোগ দিনের যে কোনও সময়ে যাতে তা সামলানোর মতো লোকবল থাকে, সেই দিকটিও খতিয়ে দেখা হয় বৈঠকে। কিন্তু একই সঙ্গে সাবধান থাকতে হয় উপভোক্তাকেও, মনে করাচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।
বহু ক্ষেত্রে KYC 'আপডেশন'-র নাম করে মোবাইলে এই ধরনের যোগাযোগের চেষ্টা হয়ে থাকে। সেক্ষেত্রে কী করণীয়, সে ব্যাপারে হালেই একটি নির্দেশিকা জারি করেছে আরবিআই।
নির্দেশিকায় বলা হয়েছে, KYC 'আপডেশন'-র প্রক্রিয়া জানতে হলে সরাসরি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা দরকার। এছাড়া, নিজের লগ ইন, পাসওয়ার্ড, PIN, DIP, কার্ডের তথ্য কাউকে দেওয়া যাবে না। এর পরও কোনও 'সাইবার ফ্রড' হলে দ্রুত রিপোর্ট করা দরকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -