LIC Policy : ১০৮ টাকা বিনিয়োগে ম্যাচুরিটির পরিমাণ ২৩ লক্ষ, জেনে নিন LIC-র এই পলিসি
ভারতের সবথেকে বড় ও পুরনো বিমা সংস্থা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি বা LIC। দেশের একটা বড় সংখ্যক মানুষ এতে টাকা বিনিয়োগ করে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএলআইসি-তে বিনিয়োগের সবথেকে বড় সুবিধা এতে বাজারের ঝুঁকি কম এবং বিনিয়োগকারীরা ভাল রিটার্ন পান।
এহেন এলআইসি-র সবথেকে ভাল পলিসি কোনটি ? এলআইসি জীবন আনন্দ পলিসি (LIC Jeevan Anand Policy)।
এই পলিসিতে অর্থ বিনিয়োগ করে, আপনি অবশ্যই শেষে একটি রিটার্ন পাবেন। এর সাথে সাথে জীবন বিমার কভারও পাবেন।
এলআইসি জীবন আনন্দ পলিসিতে বিনিয়োগ করে, আপনি বেঁচে থাকাকালীন ভাল রিটার্ন পাবেন। এর পাশাপাশি বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলে তাঁর পরিবার আর্থিক সহায়তা পাবেন। এই পলিসিতে, আপনি বিমাকৃত অর্থের প্রায় ১২৫ শতাংশের লাইফ কভার সুবিধা পাবেন।
এই পলিসিতে বিনিয়োগ করে বিনিয়োগকারী মোট ন্যূনতম ১ লক্ষ টাকা নিশ্চিত পাবেন ৷ সর্বোচ্চ নিশ্চিত পরিমাণের কোনও সীমা নেই। এছাড়া আপনার বয়স যদি ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হয় তবে এই পলিসিতে বিনিয়োগ করতে পারেন।
আপনি যদি ৪৭ বছর বয়সে এই পলিসিটি কেনেন এবং পলিসির মেয়াদ ২৭ বছর হয় ও ৮ লক্ষ টাকা নিশ্চিত করা হয়, তাহলে আপনাকে ৩৯ হাজার ৭৩৬ টাকা প্রিমিয়াম দিতে হবে। এটি হবে বাৎসরিক প্রিমিয়াম। প্রতিদিন আপনাকে মাত্র ১০৮ টাকা জমা দিতে হবে।
মনে রাখবেন যে আপনাকে দ্বিতীয় বছর থেকে এই পরিমাণ টাকা দিতে হবে। প্রথম বছরে, বীমাকৃতকে ৪০ হাজার ৬১১ টাকা জমা দিতে হবে।
২৭ বছর বীমা করার পরে, পলিসি-হোল্ডার প্রায় ২৩.২৯ লক্ষ টাকা পাবেন ৷
এই পরিমাণের পাশাপাশি ৮ লক্ষ টাকার লাইফ টাইম রিস্ক কভারও পাওয়া যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -