Gautam Adani:একনজরে হিন্ডেনবার্গ রিপোর্ট ও আদানি গোষ্ঠী
হিন্ডেনবার্গ রিপোর্ট ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই তোলপাড় চলছে তাবড় শিল্পজগতে। আদানি গোষ্ঠীর শেয়ারদরে রক্তক্ষরণ জারি এখনও। কিন্তু কী এই হিন্ডেনবার্গ রিপোর্ট?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহিন্ডেনবার্গ আসলে একটি আর্থিক গবেষণা সংস্থা। আর তাদের রিপোর্টেই গৌতম আদানির বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ আনা হয়েছে।
ন্যাথান অ্যান্ডারসন নামে এক ব্যক্তি হিন্ডেনবার্গ সংস্থাটি তৈরি করেন। ইক্যুয়িটি, ক্রেডিটের মতো বিষয়গুলি নিয়ে গবেষণা করে এই সংস্থা।
সংস্থাটির রিপোর্টে, আদানি গোষ্ঠীর ৭টি লিস্টেড কোম্পানির 'ভ্যালুয়েশন' এবং বিপুল ঋণভার নিয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করা হয়।
এর পরই শুরু বিপর্যয়। ফোর্বস একসময়ে গৌতম আদানিকে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু সাম্প্রতিক বিতর্কের ধাক্কায় সেই শিরোপা হাতছড়া আদানি-গোষ্ঠীর কর্নধারের।
যদিও এই রিপোর্টকে ভিত্তিহীন বলে বিবৃতি জারি করেছে আদানি গোষ্ঠী।
তাদের বক্তব্য, ভিত্তিহীন দাবিদাওয়ার উপরই এই ধরনের অভিযোগ আনা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি মুম্বইয়ে আদানি এন্টারপ্রাইজের শেয়ারদর ২৮.৪৫ শতাংশ পড়ে যায়। পরে এফপিও প্রত্যাহারের কথা ঘোষণা করেন গৌতম আদানি যার পর থেকে তোলপাড় চলছে ভারতের সংসদে। (ছবি:ANI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -