Rakhi Sawant:স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক রাখী!
ঠকাচ্ছেন স্বামী, চাঞ্চল্যকর অভিযোগ রাখী সবন্তের। বৃহস্পতিবার, মুম্বইয়ে জিম থেকে বেরোনোর সময় সাংবাদিকদের বলি-অভিনেত্রী বলেন, 'ওঁর ইন্ড্রাস্টিতে আসার দরকার ছিল। তাই আমাকে ব্যবহার করেছে।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসঙ্গে জানান, অন্য মহিলার সঙ্গে সম্পর্কও রয়েছে আদিল দুরানির।
আইনি মতে ২০২২ সালের মে মাসে আদিলের সঙ্গে বিয়ে সেরেছিলেন রাখী। যদিও তা প্রকাশ্যে আসে চলতি বছরের গোড়ার দিকে।
তার পর থেকেই বিয়ে নিয়ে নানা রকম সমস্যার কথা শোনা গিয়েছে বলিউডের একসময়ের ডাকসাইটে 'আইটেম ডান্সার'-র মুখে।
বলেন, 'বিয়ে কোনও ছেলেখেলা নয়। আমার বিবাহিত জীবনে কেন কেউ হস্তক্ষেপ করবে?'
এবার চাঞ্চল্যকর অভিযোগ। তাঁর দাবি, স্বামী আদিল দুরানির অন্য় মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে।রাখীর কথায়, 'ও একটা মিথ্যেবাদী। ধর্মগ্রন্থ ছুঁয়ে আমাকে বলেছিল, ওই মহিলাকে ব্লক করে দেবে। করেনি।'
রাখীর কথায়, 'ও একটা মিথ্যেবাদী। ধর্মগ্রন্থ ছুঁয়ে আমাকে বলেছিল, ওই মহিলাকে ব্লক করে দেবে। করেনি।'
নিজের অভিযোগ, ক্ষোভ ও আক্ষেপ সাংবাদিকদের সামনে উগরে রাখী কিছু আর্জিও জানিয়েছেন বৃহস্পতিবার। তাঁর কথায়, 'দয়া করে আদিলের কোনও ইন্টারভিউ নেবেন না, ওঁকে তারকা বানাবেন না।' (ছবি:RAKHI SAWANT INSTAGRAM)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -