Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Gold Rate Today: আজ ১ ভরি সোনা কত টাকা? ২২ ক্যারেটের দাম কমল?
বিয়ে, অন্নপ্রাশন, শুভকাজে-শুভতিথিতে হোক বা পছন্দের বিনিয়োগ। সোনার চেয়ে দামি বোধহয় খুব কমই আছে। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে?
দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা।
বিয়ের মরসুমে সামান্য স্বস্তি। গতকালের চেয়ে খুব সামান্য হলেও কমল সোনার দাম।
আজকের দর (১৫ ডিসেম্বর, ২০২৩): বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৬২১৬ টাকা।
এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৬০০৫ টাকা।
এদিন ২২ ক্যারেটের সোনা বেচতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৬৫৬ টাকা।
পাথর বা হীরে বসিয়ে গয়না তৈরি করতে গেলে ১৮ ক্যারেটের সোনা ব্যবহার হয়। এদিন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৯৪৭ টাকা
গত কয়েক মাসে অনেকটাই বেড়েছে রুপোর দাম। এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭৪৩১৪ টাকা
সোনা ও রূপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -