Income Tax: ITR জমা দিয়েও রিফান্ড পাননি ! কী করবেন ?
অনেকক্ষেত্রে আয়ের থেকে একটা অংশ টিডিএস হিসেবে কেটে নেয় সংস্থা আর সেই টিডিএস ফেরত পাওয়া যায় ITR জমা করলে। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযে ক্ষেত্রে আপনার প্রদেয় করের পরিমাণ জমা হওয়া করের থেকে কম হবে তখনই অতিরিক্ত টাকার অঙ্ক আপনার অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে। ছবি- ফ্রিপিক
সাধারণত ITR জমা করার ৪-৫ সপ্তাহের মধ্যেই করদাতার অ্যাকাউন্টে রিফান্ডের টাকা জমা হয়ে যায়। তবে কিছু কারণে রিফান্ড নাও পেতে পারেন আপনি। ছবি- ফ্রিপিক
আগে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেট করা না থাকলে রিফান্ড পেতে সমস্যা হতে পারে। ব্যাঙ্কে লিখিত নামের সঙ্গে প্যান কার্ডের তথ্য না মেলায় সমস্যা হতে পারে। ছবি- এবিপি লাইভ এআই
IFSC কোড কোনও ক্ষেত্রে ভুল লেখা হয়ে থাকলেও রিফান্ড জমা না হতে পারে আপনার অ্যাকাউন্টে। দেখতে হবে অ্যাকাউন্টটি সচল আছে কিনা। ছবি- ফ্রিপিক
যদি কোনও ক্ষেত্রে রিফান্ড না জমা হয় আপনার অ্যাকাউন্টে, ১ মাস পর ই-ফাইলিং সাইটে গিয়েই আরেকবার রিফান্ড রি-ইস্যু রিকোয়েস্ট জমা করতে হবে আপনাকে। ছবি- ফ্রিপিক
এক্ষেত্রে মনে রাখতে হবে আপনার ITR ফাইল ই-ভেরিফাই হলেই একমাত্র রিফান্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। ছবি- ফ্রিপিক
সাধারণত আপনাকে ৩১ জুলাইয়ের মধ্যেই ITR ফাইল জমা করতে হয় ই-ফাইলিং সাইটে। তবে আপনার আয় কর ছাড়ের সীমার মধ্যে হলে জরিমানা লাগবে না। ছবি- ফ্রিপিক
তবে কর ছাড়ের সীমার বাইরে আপনার আয় থাকলে আপনাকে ৫০০০ টাকা জরিমানা দিতে হতে পারে। ছবি- এবিপি লাইভ এআই
আবার এই আইটিআর জমায় দেরির কারণে জরিমানার অঙ্ক অনেকের ক্ষেত্রে ১০০০ টাকাও ধার্য করা হয়। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -