IPL: থাকছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম, আইপিএলের নকশায় আসতে চলেছে বড়সড় বদল?
চলতি বছরের শেষের দিকেই রয়েছে আইপিএলের মেগা নিলাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএল নিলামের নীল নকশা ঠিক করতে দশ দলের প্রতিনিধিদের সঙ্গে চলতি মাসের শেষেই বৈঠকে বসতে পারেন আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যরা।
কজন ক্রিকেটারকে রিটেন করা যাবে, তা নিয়ে ভিন্নমত রয়েছে।
কয়েকটি দল চাইছে, রিটেন করা ক্রিকেটারের সংখ্যা চার থেকে বাড়িয়ে ৭-৮ জন করা হোক। যাতে দলের নিউক্লিয়াস বজায় রাখা যায়।
তবে আইপিএলে নজর কাড়তে ব্যর্থ কয়েকটি দল চাইছে, রিটেনশন প্রথাই তুলে দেওয়া হোক। যাতে সম্পূর্ণ নতুনভাবে দলগঠনের সুযোগ পাওয়া যায়।
সেক্ষেত্রে বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা কিংবা সুনীল নারাইন, আন্দ্রে রাসেলদের মতো তারকাকে পেতে ঝাঁপাতে পারবে সব দলই।
এ নিয়ে সকলের মত নিতে বৈঠকে বসছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, বাড়ানো হতে পারে প্রত্যেক দলের ক্রিকেটার কেনার পার্স।
এতদিন পর্যন্ত নিলাম থেকে ক্রিকেটার কেনার জন্য প্রত্যেক দলের হাতে ১০০ কোটি টাকা থাকত।
সেই পার্স বাড়িয়ে ১২০ কোটি টাকা করা হতে পারে বলে সূত্রের খবর।
শোনা যাচ্ছে, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম পরের আইপিএলেও বজায় রাখা হতে পারে। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -