Income Tax: আজ ITR জমা না করলে কত টাকা জরিমানা জানেন ?
Income Tax: হাতে রয়েছে আর কয়েকটা দিন। ৩১ জুলাইয়ের মধ্য়ে আয়কর রিটার্ন দাখিল না করলে দিতে হবে জরিমানা। সেই ক্ষেত্রে সবার সবান জরিমানা করবে না সরকার। জানেন, কীসের ভিত্তিতে কত টাকা জরিমানা করে আয়কর বিভাগ। সময় মতো আয়কর রিটার্ন ফাইল না করলে আপনার কত পেনাল্টি চার্জ হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপনি যদি জরিমানা এড়াতে চান তবে ৩১ জুলাই ২০২৩-এর মধ্যে আইটিআর ফাইল করুন। মনে রাখবেন, অনেক সময় যখন শেষ মুহূর্তে আইটিআর ফাইল করতে গেলে ওয়েবসাইটেও সমস্যা হয়। যে কারণে করদাতাদের সমস্যায় পড়তে হয়।
সেই ক্ষেত্রে সময়সীমা পেরিয়ে গেলে ১ অগাস্ট২০২৩-এ ITR ফাইল করার জন্য আপনার আয়ের উপর ১০০০ থেকে ৫০০০ টাকা জরিমানা হতে পারে।
এই জরিমানা নির্ভর করে করদাতার আয়ের ওপর। আয়করের নিয়ম অনুসারে,আপনার আয় যদি বার্ষিক ৫ লক্ষ টাকার কম হয়, তাহলে ৩১ জুলাইয়ের পরে ITR ফাইল করার জন্য আপনাকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি ৫ লক্ষ টাকার বেশি আয়ের জন্য ITR ফাইল করার জন্য আপনাকে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে।
এটি লক্ষ করা গুরুত্বপূর্ণ য, যারা কর দিতে দায়বদ্ধ তাদের আইটিআর ফাইল করতে হবে। তা না করলে আয়কর বিভাগ আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারে। কর ফাঁকির জন্য আয়কর নোটিস সহ তিন মাস থেকে দুই বছরের জেল হতে পারে। কোনও করদাতা যদি ২৫ লাখ টাকার বেশি কর ফাঁকি দেন তাহলে তাকে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে।
এটি লক্ষণীয় যে, আয়কর ওয়েবসাইটে আইটিআর ফাইল করার পরে ই-ভেরিফিকেশন করাও প্রয়োজন। ই-ভেরিফিকেশন ছাড়া আপনার আইটিআর বৈধ বলে বিবেচিত হবে না। এর জন্য আয়কর বিভাগ করদাতাদের ১২০ দিনের সময় দেয়, যার মধ্যে আপনি আপনার আধারের মাধ্যমে সহজেই ই-ভেরিফিকেশন করতে পারেন।
কীভাবে ই-ভেরিফিকেশন করবেন ১ ই-ভেরিফিকেশন করতে প্রথমে আপনি আইটি বিভাগের ই-পোর্টালে লগইন করুন। ২ এখানে আপনি ই-ভেরিফাই রিটার্নের অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন।
৩ এরপর প্যান নম্বর, মূল্যায়ন বছর লিখুন এবং তারপরে মোবাইল নম্বর লিখুন। ৪ এর পরে আপনার মোবাইলে আসা ৬ নম্বরের ওটিপি লিখে জমা দিন।
৫ কেন আপনি আইটিআর ফাইল করার ৩০ থেকে ১২০ দিনের মধ্যে ই-ভেরিফিকেশন করছেন,তার কারণ ব্যাখ্যা করুন। ৬ এখানে আপনার ই-ভেরিফিকেশন সম্পন্ন হবে।
এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ই-ভেরিফিকেশন ছাড়া আপনার আইটিআর ফাইলিং বৈধ বলে বিবেচিত হয় না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -