Income Tax Free Country: আয়কর দিতে-দিতে জেরবার অবস্থা, এই দেশগুলিতে দিতে হয় না ইনকাম ট্যাক্স
যেকোনও দেশের জন্য ইনকাম ট্যাক্স তার আয়ের মূল উৎস। সেই কারণে আপনার আয় অনুযায়ী দেশকে দিতে হয় আয়কর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে জানলে অবাক হবেন, বিশ্বে এমনও অনেক দেশ রয়েছে , যেখানে আপনাকে ইনকাম ট্খ্স দিতে হবে না। তা সত্ত্বেও সেদেশে থাকতে পারবেন আপনি।
দ্য বাহামাস বা বাহামাতে থাকলে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে না। এখানে নাগরিকত্ব নেই বললেই চলে। পুরোটাই রেসিডেন্সি সিস্টেমে চলে। যেকারণে এখানে আয়কর দিতে হয় না।
নাগরিকত্ব বা সিটিজেনশিপ একটি দেশ বা রাষ্ট্রের মধ্যে ব্যক্তিদের অধিকার, বিশেষাধিকার ও সুরক্ষা দিয়ে থাকে। নাগরিকত্ব বিষয়টি স্থায়ী। অন্যদিকে রেসিডেন্সি একটি পারমিট বা অনুমিতপত্র যার জন্য কোনও ব্যক্তি একটি নির্দিষ্ট দেশে বসবাস করতে পাবে। সেই দেশের শর্তাবলী মেনে তাঁকে ওখানে থাকতে হয়। মনে রাখবেন, রেসিডেন্সি স্থায়ী বা অস্থায়ী দুই হতে পারে।
এরকমই আরেকটি দেশের নাম মোনাকো। যেখানকার সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবেই।
তবে এখানে থাকতে গেলেও আপনাকে রেসিডেন্স পারমিট নিতে হবে। তিন মাসের মধ্যে এই রেসিডেন্স পারমিট নিতে আপনাকে ৫ লক্ষ ইউরো খরচ করতে হবে।
UAE বা সংযুক্ত আমিরশাহিতেও আপনাকে কর্পোরেট ট্যাক্স বা ইনকাম ট্যাক্স দিতে হবে না। এই দেশ বহু সংস্কৃতির দেশ। এখানে তেলের ব্যবসার জন্য বহু শিল্প গড়ে উঠেছে।
এরকমই আরও একটি দেশের নাম বারমুডা। ক্যরিবিয়ান দ্বীপপুঞ্জে রয়েছে এই দেশ। এখানেও আপনাকে আয়কর দিতে হয় না।
গোলাপি বালির সমুদ্র সৈকতের জন্য় বিখ্য়াত এই দেশ। একানে আয়কর দিতে না হলেও থাকাটা বেশ খরচসাপেক্ষ। কারণ এখানে ভাড়াটিয়া বা বাড়ির মালিকের জন্য ট্যাক্স রয়েছে।
পার্সোনাল ইনকাম ট্যাক্স না হলেও এখানে পে রোল ট্যাক্স দিতে হয় কোম্পানিকে। ল্যান্ড ট্যাক্স দিতে হয় জমির বা বাড়ির মালিককে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -