Income Tax: আয়কর রিটার্ন দাখিলের সময় এই সাধারণ ভুলগুলি মাথায় রাখুন, না হলে সমস্যা

Income Tax

1/7
আয়কর রিটার্ন দাখিল করার সময় অনেক ক্ষেত্রেই এই ভুলগুলি করে থাকি আমরা। যার ফলও ভুগতে হয় আমাদের। সেই ক্ষেত্রে উপযুক্ত পরামর্শ নিয়ে আয়কর রিটার্ন দাখিল করুন।
2/7
FY 2023-24 এবং মূল্যায়ন বছরের 2024-25 এর জন্য জরিমানা ছাড়াই ITR ফাইল করার সময়সীমা হল 31 জুলাই৷ তাই আপনি যদি আয়কর রিটার্ন দাখিল করেন তাহলে কিছু সাধারণ ভুল এড়িয়ে চলুন। জেনে নিন কী সেই ভুলগুলি।
3/7
31 জুলাইয়ের মধ্যে ITR ফাইল করুন, অন্যথায় আপনাকে 1,000 থেকে 3,000 টাকা জরিমানা দিতে হতে পারে। সেই ক্ষেত্রে 31 জুলাই শেষ দিনের জন্য় অপেক্ষা করবেন না। ভিড় এড়িয়ে আগেই জমা দিন ফাইল।
4/7
আয়কর দাখিলের সময় ব্যক্তিগত বিবরণ যেমন PAN নম্বর, ব্যাঙ্কের বিবরণ ইত্যাদি ভুল দাখিল করলে আপনার রিটার্ন পেতে দেরি হতে পারে। সেই ক্ষেত্রে আগেই এগুলি গুছিয়ে রাখুন।
5/7
মনে রাখবেন, বিভিন্ন করদাতাদের জন্য বিভিন্ন ITR ফর্ম রয়েছে। আপনি ভুল আইটিআর ফর্ম পূরণ করলে আপনাকে আবার রিটার্ন ফাইল করতে হতে পারে। যেমন ITR-1 হল বেতনবুক বা স্যালারাইড শ্রেণির লোকেদের জন্য। ITR 4 পেশাদার ও ছোট ব্যবসায়ীদের জন্য রাখা হয়েছে।
6/7
আপনার আয়ের বিভিন্ন উৎস যেমন সেভিংস অ্যাকাউন্ট থেকে সুদ, এফডি এবং ভাড়া ইত্যাদি সম্পর্কে তথ্য গোপন করা একটি খুব সাধারণ ভুল। এই ভুল করা থেকে বিরত থাকুন। না হলে হিতে বিপরীত হবে।
7/7
ফর্ম 26AS কে একেবারেই উপেক্ষা করার ভুল করবেন না। এটি আপনাকে সঠিকভাবে TDS গণনা করতে এবং ভবিষ্যতে ভুল করার সম্ভাবনা কমাতে সাহায্য করবে।
Sponsored Links by Taboola