Railway Travel Rules: ট্রেন সফরে স্বাভাবিক মৃত্যু হলেও কি ক্ষতিপূরণ মেলে ? কী রয়েছে নিয়ম ?

Indian Railway Rules : ট্রেনে ভ্রমণের সময় কোনো যাত্রীর যদি স্বাভাবিক মৃত্যু হয়, তাহলেও কি ক্ষতিপূরণ দেবে রেল ? কী রয়েছে নিয়ম ?

রেলের মধ্যে সফরকালে মৃত্যু হলে ক্ষতিপূরণের টাকা মেলে ?

1/9
ট্রেনে ভ্রমণের সময় কোনও বিপর্যয় হলে, দুর্ঘটনার কারণে যাত্রীর মৃত্যু হলে রেলওয়ের পক্ষ থেকে বিমার অধীনে ক্ষতিপূরণ দেওয়া হয় মৃতের পরিবারকে।
2/9
কিন্তু ট্রেন সফরকালে কোনো যাত্রীর যদি স্বাভাবিক মৃত্যু হয়, তাহলেও কি ক্ষতিপূরণ দেবে রেল ?
3/9
ট্রেনে কোটি কোটি যাত্রী প্রতিদিন সফর করেন, যাত্রীদের সুবিধের জন্য প্রতিদিন হাজার হাজার ট্রেন চালানো হয়।
4/9
দীর্ঘ দূরত্ব সফরকালে অনেকেরই প্রথম পছন্দ থাকে ট্রেন সফর। এটি অত্যন্ত আরামদায়ক এবং নিরাপদ বলেই মনে করা হয়।
5/9
ট্রেনের যাত্রীদের জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে বেশ কিছু নিয়ম করা হয়েছে। এই নিয়ম অনুসারে ট্রেনে সফরকালে কেউ মারা গেলে তার দায়িত্ব সম্পূর্ণ রেলের।
6/9
এই পরিস্থিতিতেও ট্রেনের যাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয় রেলের পক্ষ থেকে। তবে কোনো কারণে সিটে বসে থেকেই যাত্রীর মৃত্যু হলে এই নিয়ম মানা হবে।
7/9
অথবা কোনো রোগে ভুগে থাকলে এবং সেই কারণে যাত্রীর মৃত্যু হলে এর কোনো দায়িত্ব নেবে না ভারতীয় রেল।
8/9
অনেক সময় দেখা যায় যাত্রী নিজের দোষেই মারা যায়। দ্রুত ট্রেন ধরার তাড়ায় যাত্রীরা পড়ে যান এবং প্রাণ হারান। এক্ষেত্রে দায় নেবে না রেল।
9/9
অর্থাৎ ভারতীয় রেলের কোনো ভুল হয়ে থাকলে এবং তার জেরে মৃত্যু হলে রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে রেলের পক্ষ থেকে।
Sponsored Links by Taboola