Stock Market: কাল কোন স্টকে লাভ, কোনটায় ধাক্কা? আজ বাজার খোলার আগে তারই একঝলক
আজ সকাল থেকেই স্টক মার্কেটের নজর থাকবে অনেকের। কোন স্টকে লগ্নি করা ভাল, কোনটা ঝুঁকি হতে পারে। এই সব নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলবেই। তার আগে দেখে নেওয়া যাক বুধবার শেয়ার বাজারে কোন সংস্থার স্টক সবচেয়ে বেশি পড়ে গিয়েছে, কোনগুলিই বা লাভের মুখ দেখেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিন,ইউরো জোন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতিবাচক অর্থনৈতিক তথ্য বিগরে দিল ভারতীয় বাজারের মুড (Share Market)। ফলে বুধবারের ট্রেডিং সেশনে ডমেস্টিক বেঞ্চমার্ক ইক্যুইটি সূচক সেনসেক্স (Sensex) ও নিফটিতে (Nifty) বড় ধস নেমেছে। যা বাজারে ঝুঁকির অনুভূতিতে প্রভাব ফেলে।
বুধবার বাজারে ধস নামায় বাজার থেকে মুছে গিয়েছে লগ্নিকারীদের ৩.৪৬ লক্ষ কোটি টাকার সম্পদ। বিশ্ব বাজারের গতিপ্রকৃতি এবং বিদেশি লগ্নি বেরিয়ে যাওয়ার কারণেই এই ধস বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
কেমন ছিল বুধের বাজার? নিফটি 50 সূচক 1.05% কমে 19,526.55 এ ছিল, যেখানে S&P BSE সেনসেক্স 1.02% কমে 65,782.78 এ দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বাজারে ভারত VIX বেড়েছে । বিশ্ব বাজার থেকে নেতিবাচক সঙ্কেতের মধ্যে 9.67% বেশি বেড়েছে VIX
এখানে ২ আগস্ট ট্রেডিং সেশনে বেশি ক্ষতিগ্রস্থ ও লাভবান স্টকগুলির তালিকা রয়েছে: সেনসেক্স: Top Losers: টাটা স্টিল লিমিটেড ( 3.45%), টাটা মোটরস লিমিটেড (3.19% ), বাজাজ ফিনসার্ভ লিমিটেড (2.89%), এনটিপিসি (2.69%), এবং JSW স্টিল লিমিটেড (2.17%)। সেনসেক্স Top Gainers: নেসলে ইন্ডিয়া লিমিটেড (1.15%), হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (0.75%), এশিয়ান পেইন্টস লিমিটেড (0.64%) এবং টেক মাহিন্দ্রা লিমিটেড (0.24% বেড়েছে)।
নিফটিতে Top Losers: Hero MotoCorp Ltd ( 3.5%), Tata Steel Ltd ( 3.3%), Tata Motors Ltd ( 3.2%), Bajaj Finserv Ltd (3.02% ), এবং NTPC Ltd (2.6%) নেমেছে। Top Gainers: Divi's Laboratories Ltd ( 1.52%), Nestle India Ltd (0.94%), হিন্দুস্তান Unilever Ltd (0.82%), Asian Paints Ltd (0.54%), এবং Tech Mahindra Ltd (0.35%) বেড়েছে৷
বিএসই: Top Losers: রেডিংটন লিমিটেড (10.29%), স্ট্রাইডস ফার্মা সায়েন্স লিমিটেড (7.06%), পাওয়ার মেক প্রজেক্টস লিমিটেড (6.94%), জিন্দাল স লিমিটেড (6.29%)। বিএসই Top Gainers: স্টার সিমেন্ট লিমিটেড (10.32%), ক্রেসান্ডা সলিউশন লিমিটেড (7.28%), রিলায়েন্স পাওয়ার লিমিটেড (7.01%) এবং রত্নইন্ডিয়া এন্টারপ্রাইজ লিমিটেড (6.67%)।
এনএসই Top Losers: রেডিংটন লিমিটেড (10.48%), সুলা ভিনইয়ার্ডস লিমিটেড (8.12%), সিন্ধু ট্রেড লিংক লিমিটেড (8.02%), অ্যাভনমোর ক্যাপিটাল অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (7.98%), এবং ট্র্যাকএক্সএন টেকনোলজিস লিমিটেড (7.89%)
Top Gainers: এক্সেল রিয়েলটি এন ইনফ্রা লিমিটেড (14.29%), ম্যান ইন্ডাস্ট্রিজ (ইন্ডিয়া) লিমিটেড (13.81%), স্টার সিমেন্ট লিমিটেড (12.34%), অনিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (11.72%), এবং জিই পাওয়ার ইন্ডিয়া লিমিটেড 11.08%)।
এদিন সেক্টর ধরে বিচার করলে নিম্নগামী ছিল অনেকগুলোই। মেটাল পড়েছে ২.৪৫ শতাংশ, পাওয়ার পড়েছে ২.৩১ শতাংশ, টেলিকমিউনিকেশন পড়েথে ২ শতাংশ। অটো সেক্টরেও নিম্নগতি ছিল। ফিনান্সিয়াল সার্ভিস সেক্টর পড়েছে ১.৩৩ শতাংশ। এশিয়ার মার্কেটও নিম্নগামী ছিল। সিওল, টোকিও, সাংহাই এবং হংকং মার্কেট নীচের দিকে শেষ করেছে। নীচের দিকে ছিল ইউরোপের এবং মার্কিন শেয়ার বাজারও
- - - - - - - - - Advertisement - - - - - - - - -