Omega-3 Rich Food: ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর ১০টি খাদ্য উপাদান
চিয়া সিডস - ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে অন্যতম সেরা উদ্ভীজ উৎস চিয়া সিডস। এটি মস্তিষ্কের উন্নতিতে সাহায্য করে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিসি - আল্ফা-লাইনোলেনিক অ্যাসিডের অপর সেরা উৎস তিসি। হজমে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায় এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভাল করে।
শণ বীজ - এটি ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডে ঠাসা। হৃদয়ের স্বাস্থ্য ভাল করে, প্রদাহ কমায়, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
আখরোট - এতে ওমেগা ৩ ও ওমেগা ৬-এর সমতা বজায় থাকে। নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, কিছু কিছু ক্রোনিক রোগের ঝুঁকি কমায়।
ব্রাসেলস স্প্রাউট - এটি একধরণের বাঁধাকপি যা ওমেগা ৩-এ পরিপূর্ণ। এতে অ্যান্টিঅক্সিড্যান্টস ও ফাইবারও থাকে প্রচুর যার ফলে হজম হয় সহজে, প্রদাহ কমে, এবং হৃদয়ের স্বাস্থ্য থাকে ভাল।
অ্যালগাল তেল - অ্যালগাল তেল যা অ্যালগি থেকে তৈরি হয়। এটি মূলত জলজ উৎস ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের। মস্তিষ্কের স্বাস্থ্য ভাল করে, প্রদাহ কমায়, চোখ ভাল রাখে, হৃদয়ের স্বাস্থ্য ভাল রাখে।
সি-উইড - কিছু কিছু সামুদ্রিক শৈবাল যেমন নোরিতে প্রচুর ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। আয়োডিন, অ্যান্টিঅক্সিড্যান্টসেরও ভাল উৎস, থাইরয়েডের সমস্যা থাকলে উপকারী।
স্পিরুলিনা - নীল-সবুজ এক ধরনের অ্যালগি এটি। খাবারে এটি রাখলে কর্মক্ষমতা বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, প্রদাহ কমে।
এডামেম - এডামেম বা ছোট বিন, ওমেগা ৩ ও ওমেগা ৬-এ উৎস। এতে প্রচুর পরিমাণ প্রোটিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে যার ফলে কোলেস্টেরলের পরিমাণ ঠিক থাকে, হাড়ের স্বাস্থ্য ভাল থাকে, হৃদয়ের স্বাস্থ্য ভাল থাকে।
সোয়াবিন - এতেও প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। টোফু, সয় দুধ, টেম্পেহর মতো খাবার ডায়েটে রাখলে হৃদরোগের ঝুঁকি কমে, হাড়ের স্বাস্থ্য ভাল হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -