Insurance : মাত্র ৪৩৬ টাকায় দারুণ বিমা কভার, এই সরকারি স্কিমটি সম্পর্কে জেনে নিন

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা: বার্ষিক ৪৩৬ টাকায় ২ লাখ টাকার জীবন বিমা পাওয়া যায়। জেনে নিন রেজিস্ট্রেশনের প্রক্রিয়া।

Continues below advertisement

আপনিও করেছেন নাকি এই বিমা পলিসি ?

Continues below advertisement
1/6
দেশের লক্ষ লক্ষ মানুষ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় যুক্ত হয়ে নিজেদের এবং তাদের পরিবারের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করছেন। দীর্ঘদিন ধরে মানুষ চাইছিল এমন একটি যোজনা হোক, যেখানে ন্যূনতম প্রিমিয়ামে বেশি সুরক্ষা পাওয়া যাবে।
2/6
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এই প্রয়োজনীয়তা পূরণ করেছে। এখন কম আয়ের পরিবারও জীবন বিমার সুবিধা নিতে পারে এবং আকস্মিক পরিস্থিতিতে তাদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে পারে।
3/6
এই স্কিমে আপনি বার্ষিক জীবন বিমা কভার পান যা প্রতি বছর রিনিউয়াল করতে হয়। মাত্র 436 টাকার প্রিমিয়াম জমা করে আপনি বার্ষিক 2 লক্ষ টাকার বিমা কভার পান। আপনার পরিবারকে আকস্মিক পরিস্থিতি থেকে বাঁচানোর এটি খুবই সাশ্রয়ী উপায়।
4/6
এই যোজনায় অল্প বিনিয়োগে বড় সুরক্ষা কবচ পাওয়া যায়, যা এটিকে বিশেষ করে তোলে। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা জরুরি। কারণ প্রিমিয়ামের রাশি সেই অ্যাকাউন্ট থেকেই স্বয়ংক্রিয়ভাবে ডেবিট হয়।
5/6
এই স্কিমটিকে সহজ ও ডিজিটাল-ফ্রেন্টলি করা হয়েছে। যাতে সবাই কোনও সমস্যা ছাড়াই এটি ব্যবহার করতে পারে। কোনও কারণে যদি বিমাগ্রহীতার মৃত্যু হয়, তাহলে এই স্কিমের অধীনে নমিনিকে ব্যক্তিকে ২ লক্ষ টাকার সম্পূর্ণ পরিমাণ তাৎক্ষণিকভাবে দেওয়া হয়।
Continues below advertisement
6/6
এই যোজনায় নাম লেখানো সহজ। আপনি আপনার কাছের ব্যাঙ্কে গিয়ে আবেদন করতে পারেন। আবেদনের সময় আধার কার্ড, পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক, মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজের ছবি-এর মতো জরুরি কাগজপত্র সঙ্গে রাখতে হবে।
Sponsored Links by Taboola