Insurance Plan: শুধু জীবন বিমাই নয়, আর্থিক সুরক্ষায় প্রয়োজন এই বিমাগুলিও
আজকাল প্রত্যেক সমঝদার ব্যক্তিই বিমা করে রাখেন। বেশিরভাগ ক্ষেত্রে দুটি বিমা প্রচলতি। ব্যক্তিগত জীবন বিমা ও স্বাস্থ্য় বিমা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু জীবন বিমা ছাড়াও বিমা কোম্পানি আরও অনেক ধরনের পলিসি বিক্রি করে থাকে। দেখে নেওয়া যাক সেই পলিসিগুলি সম্পর্কে।
সাইবার বিমা- এখন ডিজিটালাইজেশনের সময়। তাই সাইবার বিমা খুবই জরুরি। এই বিমার মাধ্যমে সাইবার-প্রতারণার পরিস্থিতিতে আর্থিক লোকসানের ক্ষেত্রে ক্ষতিপূরণ মেলে। প্রয়োজনের হিসেবে এক্ষেত্রে গ্রাহককে বিমার পরিকল্পনা করতে হয়।
টার্ম ইনস্যুরান্স- এটি এক ধরনের জীবন বিমারই অংশ, যাতে প্রতি বছর প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে একটি সময়সীমার মধ্যে কভার করা হয়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রাহকের মৃত্যু হলে তাঁর পরিবার বা নমিনি এককালীন অর্থ পাবে।
ব্যক্তিগত দুর্ঘটনা বিমা- এক্ষেত্রে বিমা গ্রাহকের কোনও দুর্ঘটনায় মৃত্যুতে বিমার কভার থাকে। দুর্ঘটনায় শারীরিক অক্ষমতার ক্ষেত্রেও কভার মেলে।
মোটর বিমা- গাড়ি কেনার সময় প্রত্যেকেই এই বিমা নিয়ে থাকেন। এতে গাড়ি, মোটর সাইকেল বা অন্য কোনও বাণিজ্যিক যানের বিমা করা হয়। যান চুরি হলে বা দুর্ঘটনা হলে ক্লেম পাওয়া যায়।
বাড়ি বিমা- এই বিমা বাড়ি কেনার সময় এই বিমা নেওয়া যায়। গৃহ ঋণ নিলে ঋণ মেটানোর আগে বিমা গ্রাহকের মৃত্যু হলে বাকি ঋণ বিমা কোম্পানি মেটায়।
স্বাস্থ্য বিমা- এখন এই বিমা সবচেয়ে প্রয়োজনীয়। স্বাস্থ্য় সংক্রান্ত সমস্যায় হাসপাতালে ভর্তি হলে পুরো ক্লেম বিমা কোম্পানি দিয়ে থাকে। এতে অসুস্থতার ক্ষেত্রে খরচের ব্যাপারে স্বস্তি মেলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -