Bank Fixed Deposit: সুখবর, ফিক্সড ডিপোজিটেই হবেন লাভবান, বাড়তি সুদ মিলবে এই ব্যাঙ্কগুলিতে
ভাবছেন টাকা জমানোর কথা ? তাহলে আপনার জন্য সুখবর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধুমাত্র ফিক্সড ডিপোজিট করেই ভাল লাভ পেতে পারেন।
অস্থির সময়ে নিশ্চিত লাভের রাস্তা এফডি। বেশ কিছু ব্যাঙ্ক দিচ্ছে বেশি সুদও।
আরএলবি ব্যাঙ্কে তিনবছরের এফডিতে মিলছে ৬.৩ শাতংশ সুদ।
ইয়েস ব্যাঙ্ক ৩ বছরের এফডিতে দিচ্ছে ৬.২৫ শতাংশ সুদ।
ইন্ডাসইন্ড ব্যাঙ্কে ৩ বছরের এফডিতে সুদ ৬ শতাংশ।
ডিসিবি ব্যাঙ্কে ৩ বছরের এফডিতে সুদ ৫.৯৫ শতাংশ।
সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের ক্ষেত্রে ৩ বছরের এফডিতে সুদ ৫.৫ শতাংশ।
সহজ হিসেবে বললে, সহজ হিসেবে ১ লাখ টাকা ৩ বছরের জন্য এফডি করলে পর এই ব্যাঙ্কগুলির ভিত্তিতে মূলধন দাঁড়াবে ১ লক্ষ ২০ হাজার টাকার কাছাকাছি।
ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক হারেও সুদ পাওয়ার রাস্তা রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -