Investment Plans: আর্থিক চাপ কমাবে ! এই স্কিমগুলিতে বিনিয়োগে দুর্দান্ত রিটার্ন
নতুন বছরে বেড়ে গিয়েছে সুদ । অনেক সরকারি স্কিমেই এখন আগের থেকে বেশি রিটার্ন পাবেন। ছেলেমেয়ের লেখাপড়া থেকে বিয়ে চিন্তা মিটবে এই স্কিমগুলিতে বিনিয়োগ করলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুকন্যা সমৃদ্ধি যোজনা : আপনি যদি কোনও মেয়ের বাবা হন তবে এই স্কিমটি মেয়ে সন্তানের ভবিষ্যতের জন্য একটি ভাল বিকল্প। বর্তমানে এই প্রকল্পে ৭.৬ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমে ২১ বছর পর টাকা তোলা যাবে।
মনে রাখবেন,এই স্কিমে কেবল ১৫ বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে হবে। এতে বছরে ২৪ হাজার টাকা বা মাসে ২০০০ টাকা বিনিয়োগ করে আপনি ১০ লাখ ১৮ হাজার টাকার বেশি আয় করতে পারবেন।
পোস্ট অফিস এফডি ফিক্সড ডিপোজিট স্কিম হল একটি স্কিম যেখানে আপনাকে নিশ্চিত রিটার্ন দেওয়া হয়। আপনি সন্তানের জন্য ফিক্সড ডিপোজিটে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। বর্তমানে ৬. ৭ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।
এতে ১০ বছরের ম্যাচিওর পিরিয়ড রয়েছে। আপনি যদি ৫ লাখের একটি FD পান, তাহলে আপনি ম্যাচিউরিটির সময় ৯,৭১,৭১১ টাকা পাবেন। ১৫ বছরের জন্য বিনিয়োগের জন্য মোট ১৩,৫৪,৬৩১ টাকা দেওয়া যেতে পারে।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড এটি একটি ১৫ বছরের পরিকল্পনা, যা থেকে আপনি ভাল রিটার্ন পাবেন। এতে,আপনি ট্যাক্স ফ্রি স্কিমের অর্থ জমা করে ফ্যাট তহবিল জমা করতে পারেন। এই প্রকল্পের অধীনে বিনিয়োগকারীদের ৭.১ শতাংশ সুদ দেওয়া হয়।
বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। এই স্কিমগুলিতে যদি বছরে ৬০ হাজার টাকাও বিনিয়োগ করা হয়,তাহলে বিনিয়োগকারীরা ১৫ বছরে ১৬ লাখের বেশি পাবেন।
এসআইপির মাধ্যমে বিনিয়োগ মিউচুয়াল ফান্ডের অধীনে, আপনি আরও ভালো ফান্ড বেছে নিয়ে বিনিয়োগ করতে পারেন। এটি আপনাকে দীর্ঘ মেয়াদে একটি ভাল মুনাফা দিতে পারে। চক্রবৃদ্ধি সুদের হারেরও সুবিধাও রয়েছে।
এছাড়াও,আপনি SIP-র মাধ্যমে এটিতে বিনিয়োগ করতে পারেন। মিউচুয়াল ফান্ডগুলি গড়ে ১২ শতাংশ রিটার্ন দেয়। তবে এতে আপনি ১৫ ও ১৭ শতাংশ রিটার্নের সুবিধাও নিতে পারবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -