IPO News: বিনিয়োগকারীদের টাকা ডুবেছে এই ৮ IPO-তে, ১৫ শতাংশেরও বেশি লোকসান
বাজারের এই রেকর্ড র্যালিতে মুনাফা তুলতে বহু সংস্থাই তাদের আইপিও আনছে বাজারে। আর এই আইপিও থেকে মানুষ বহু উপার্জনও করছেন। আর এই কারণে সমস্ত আইপিওতেই কম বেশি মুনাফা হচ্ছে এই মরশুমে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনেকের মনে হয় যে আইপিওতে শেয়ার দেওয়া হলে তার থেকে মুনাফা হবেই। কিছু কিছু এমন আইপিও আছে যেগুলিতে বিনিয়োগকারীদের টাকা ডুবেছে।
ইউনিকমার্স ই-সলিউশন আইপিও এসেছিল ১৩ অগাস্ট। ১০৮ টাকার ইস্যু সাইজ থাকলেও এই আইপিও লিস্টিং হয় ৬৯ টাকায়। এখন এই শেয়ারে ৪.২ শতাংশ লোকসান চলছে।
শ্রী তিরুপতি বালাজী অ্যাগ্রো আইপিওর ইস্যু প্রাইস ছিল ৮৩ টাকা আর এখন লিস্টিংয়ের আগে জিএমপি চলছে ২৭ টাকায়। অর্থাৎ এই আইপিওতেও ৭.২ শতাংশ ক্ষতি হবে বিনিয়োগকারীদের।
একইভাবে টলিনস টায়ার্স সংস্থার আইপিওতেও ১২.২ শতাংশ লোকসান চলছে। ২২৬ টাকার প্রাইস ছিল আইপিওর।
পিএন গাডগিল জুয়েলার্স সংস্থার আইপিও লিস্টিংয়ের আগে ৪৮০ টাকা ইস্যু প্রাইসের বদলে গ্রে মার্কেটে ট্রেড করছিল ৩০৩.৫০ টাকায়। এখন এই শেয়ারেও ১২ শতাংশ ক্ষতি চলছে।
সিগাল ইন্ডিয়ার শেয়ারে ৯.৩ শতাংশ, সরস্বতী শাড়ি ডিপোর শেয়ারে ১৫ শতাংশ এবং বাজার স্টাইল রিটেইলের শেয়ারে ৮.৪ শতাংশ লোকসানে ট্রেডিং চলছে এখন।
ক্রস সংস্থাও এই বছর আইপিও এনেছে। তবে অন্যগুলির মত এই আইপিও লিস্টিংয়ের পরেও ৮.১ শতাংশ লোকসানে ট্রেড করছে।
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -