IPO না বুঝে কিনলে হবে মারাত্মক ক্ষতি ! লগ্নির আগে অবশ্যই জানুন এই বিষয়গুলি
Stock Market Update: গত এক বছর ধরে শুরু হয়েছে এই ধারাবাহিকতা।দেশের শেয়ার বাজারে নাম লেখাচ্ছে একের পর এক নতুন কোম্পানি। এদের মধ্যে অনেকেই সাফল্যের মুখ দেখেছে। ফলে রাতারাতি বদলে গিয়েছে দালাল স্ট্রিটের IPO-র চিত্র। নিত্যদিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-র কাছে আইপিও অনুমোদন চাইছে কোম্পানিগুলি। আপনিও যদি প্রথমবার IPO নিতে চান, তবে অবশ্যই জেনে নিন এই বিষয়গুলি। অন্যথায় লাভের পরিবর্তে লোকসান হবে আপনার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppUpcoming IPOs : লগ্নির আগে এই বিষয়গুলি মাথায় রাখুন ১ কোম্পানির অতীত জানুন: কোম্পানির আর্থিক অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল হোন। সংস্থার অ্যানুয়াল রিপোর্ট পড়ুন। সেই অনুযায়ী কোম্পানি কতটা উন্নতি করতে পারবে, তা সম্পর্কে আপনার একটা ধারণা জন্মাবে। তারপর আইপিওতে বিনিয়োগের কথা ভাবুন।
২ রেড হেরিং প্রসপেক্টাস পড়ুন: যেকোনও কোম্পানি আইপিও আনার আগে (SEBI)-র কাছে কোম্পানির বিষয়ে বিস্তারিত জানায়। সেই খসড়া বা ড্রাফট পেপারকে বলা হয় 'ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাস'। এর মধ্যে কোম্পানিতে বিনিয়োগ করলে কী ঝুঁকি হতে পারে সেই সম্পর্কেও জানাতে হয় সংস্থাকে। তাই বিনিয়োগের আগে এই প্রসপেক্টাস পড়া উচিত আমানতকারীর।
৩ টাকা নিয়ে কী করবে কোম্পানি : IPO-তে আপনার টাকা থেকে কোম্পানি কী করতে চাইছে তা অবশ্যই জানা উচিত। যদি কোম্পানি পুরো টাকাটাই সংস্থার ধার-বাকি মেটানোর জন্য নেওয়ার কথা লেখে, তাহলে সেখানে লগ্নি করবেন না। যদি খসড়া পড়ে জানতে পারেন কোম্পানি আপনার টাকা কর্পোরেট কাজে লাগাবে বা ব্যবসা বৃদ্ধির জন্য তুলছে, তাহলে সেখানে লাভবান হওয়ার আশা থাকে।
৪ আইপিও প্রাইসের মূল্যায়ন করুন: IPO-তে টাকা ঢালার আগে কোম্পানির আর্থির অবস্থার মূল্যায়ন প্রযোজন। অফার প্রাইস 'আন্ডার ভ্যালুড' না 'ওভার ভ্যালুড' তা জেনে নেওয়া উচিত। সেই ক্ষেত্রে কোম্পানির 'ইন্ডাস্ট্রি ভ্যালুয়েশন' দেখা উচিত। তাহলেই অফার প্রাইসের মূল্যায়ন করা যাবে। সেই বুঝে কোম্পানির আইপিও কিনতে পারেন।
৫ IPO থেকে আপনি কী চান : অনেক ক্ষেত্রে বিনিয়োগকারীরা জানেন না, আইপিও থেকে তারা নিজে কী চান। কেবল বিজ্ঞাপনের হাওয়ায় ভেসে বিনিয়োগ করে বসেন। প্রথমে ঠিক করুন যে কোম্পানির আইপিওতে আপনি বিনিয়োগ করছেন, তা দীর্ঘ সময়ের জন্য রাখবেন না কম সময়ের জন্য । আপনার টাকার প্রয়োজন অনুসারে আইপিও বাছুন। সেই ক্ষেত্রে 'শর্ট টার্ম' ও 'লং টার্ম' ইনভেস্টমেন্ট বুঝে নিন। এই বিষয়ে অবশ্যই বাজার বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -