EMI Calculation: অনলাইনে কেনা-কাটায় এখন জনপ্রিয় ‘নো কস্ট ইএমআই’, সত্যিই কি এতে এক টাকাও সুদ দিতে হয় না ?

No Cost EMI: আজকাল কিছু কেনার সময় এই বিকল্পটি সুবিধাজনক মনে হতে পারে। তবে এটা কি সত্যিই লাভজনক? প্রয়োজনীয় তথ্য জেনে নিন।

Continues below advertisement

নো কস্ট ইএমআই কী সত্যিই টাকা বাঁচায় ?

Continues below advertisement
1/8
একদিন এমন একটা সময় ছিল যখন মানুষের কাছে টাকা থাকত আর তখনই তারা কোনো জিনিস কিনতে পারত। কিন্তু এখন মানুষের কাছে ক্রেডিট কার্ডের বিকল্পও এসেছে। আমরা EMI-এর মাধ্যমেও যেকোনো জিনিস কিনতে পারি। আর বেশিরভাগ মানুষ এটারই সাহায্য নেয়। যদিও এতে সামান্য সুদ দিতে হয়।
2/8
বর্তমানে অনলাইন শপিং করার সময় No Cost EMI-এর বিকল্পও পাওয়া যায়। নাম শুনে মনে হয়, সুদ ছাড়া কিস্তিতে জিনিস পাওয়া যাবে। শুনতে অফারটা বেশ ভালো লাগে।
3/8
কিন্তু আসল প্রশ্ন হল, এটা কি সত্যিই লাভজনক নাকি শুধু দেখানোর একটা উপায়। কোম্পানিগুলো বলছে যে এই প্ল্যানে পণ্যের দাম কিস্তিতে দিতে হবে এবং কোনো অতিরিক্ত সুদ লাগবে না।
4/8
ক্রেতার মনে হয় এটা একদম সস্তা ডিল। কিন্তু, সত্যিই কি এখানে পণ্যটি আপনি কম দামে পান ? আসলে, এতে ডিসকাউন্ট সরিয়ে সুদ সমন্বয় করা হয়। অর্থাৎ, সরাসরি কিনলে পণ্যটি সস্তা পাওয়া যেত। কিন্তু ইএমআই-তে সেই ডিসকাউন্ট পাওয়া যায় না।
5/8
এমন পরিস্থিতিতে গ্রাহকের মনে হয় যে তিনি সুদ দেননি। কিন্তু আসলে পণ্যটি তিনি বেশি দামে কিনেছেন। এছাড়াও ইএমআই নিলে প্রসেসিং ফি, জিএসটি এবং ছোট ছোট চার্জও লাগে। এই অঙ্ক শুরুতে খুব কম মনে হয়।
Continues below advertisement
6/8
কিন্তু কিস্তি পরিশোধ করা পর্যন্ত বেশ ভালো টাকা বেরিয়ে যায়। অর্থাৎ, নো কস্ট ইএমআই একদমই বিনামূল্যে নয়। অর্থাৎ, No Cost EMI তে আপনাকে সুদ দিতে হয় না, তবে এছাড়াও কিছু চার্জ দিতে হয়। সব মিলিয়ে বলতে গেলে, No Cost EMI পুরোপুরি লাভজনকও নয়, আবার পুরোপুরি লোকসানও নয়। এটা আপনার উপর নির্ভর করে।
7/8
যদি আপনি একসঙ্গে টাকা দিয়ে কিছু কিনছেন, তাহলে No Cost EMI-এর চেয়েও সস্তা পড়তে পারে। আর যদি আপনার কাছে একসঙ্গে জিনিস কেনার মতো টাকা না থাকে, তাহলে EMI আপনার জন্য সেরা বিকল্প।
8/8
যে কোনও ইএমআই আসলে কোনো সংস্থার কাছে ঋণ নেওয়া, আর কোনও সংস্থাই চাইবে না যে তাদের ঋণের সুদ বাদ যাক কারণ তাদের আয়ের উৎস সেই সুদের টাকাই। ফলে নো কস্ট ইএমআইতে অল্প হলেও অন্যভাবে পণ্যের দামের উপর যে সুদ হত সেটি ধরা থাকে।
Sponsored Links by Taboola